স্টাফ রিপোর্টার :
ফেনীতে সরকারী লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অবৈধ উপায়ে সম্প্রচার ও ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে অবশেষে অভিযান শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে ডিস ব্যবসার দায়ে ফেনী শহরের হাজারী রোড ও সদর উপজেলার রাণীরহাটে দুই ব্যবসায়ীকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মনিরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় রাণীরহাটে ভাই ভাই এন্ড ব্রাদার্সের কন্ট্রোল রুমের মালামাল জব্দ করা হয়। এছাড়া ফেনী শহরের বিরিঞ্চি এলাকার ফয়েজ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মহিউদ্দিন সুমনকে লাইসেন্স করার জন্য আগামী ১০ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এসময় বিটিভির লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, অবৈধভাবে ডিজি কম, ফেনী ভিশন, স্টার ক্যাবল নেটওয়ার্ক থেকে ফেনী জেলার প্রায় দুইশত ফিড অপারেটর ব্যবসায়ী বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিস ব্যবসা করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কেবল ব্যবসায়ী জানান, কতিপয় ডিস ব্যবসায়ী বা কেবল অপারেটরদের অনৈতিক আগ্রাসনের কারনে ফেনীতে বৈধ কেবল অপারেটর ব্যবসায়ীরা মারত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। অবৈধভাবে ডিস ব্যবসায়ীরা ফেনী থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার রাজস্ব হারাচ্ছে। সম্প্রচার নীতিমালা লঙ্ঘন হচ্ছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মো. মনিরুজ্জামান জানান, ফেনী শহরের হাজারী রোডে সামিয়া নেটওয়ার্ক কানেকশানের বিরুদ্ধে ৬০ হাজার টাকা ও রাণীরহাটে স্পার্টিক কেবল নেটওয়ার্কের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভাই ভাই এন্ড ব্রাদার্সের কন্ট্রোল রুমের মালামাল জব্দ করা হয় এবং অপর ফয়েজ এন্টারপ্রাইজকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই সম্প্রচার নীতিমালা লঙ্ঘন করা চলবে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”