স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা আওয়ামী লীগ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফেনী পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ডের বিশাল মাপের কেক কাটেন।
শুরুতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যেভাবে সারাদেশের উন্নয়ন করছে, যেভাবে সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাঁকে এ অনুষ্ঠানস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেনী জেলা আওয়ামী লীগ তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। বাংলাদেশের যত সমৃদ্ধি সব শেখ হাসিনার হাত ধরে। আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এত বড় মহামারিতেও কেউ না খেয়ে থাকেনি।
এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল কবির, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, মাস্টার আলী হায়দার, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সাহেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা, সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ, সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি, ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন রবিনসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলী, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে শহরের কলেজ রোডে দলের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ. কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ।
মিলাদ মাহফিলে আরও অংশ নেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগ সভাপতি আয়নুল কবির শামীম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা। একইসাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









