স্টাফ রিপোর্টার :
‘শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’ এ প্রতিপাদ্য নিয়ে ফেনীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী ফেনীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের সৃজনশীল কর্ম, খেলাধুলায় দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলেতে হবে। তাদেরকে আত্মসম্মানবোধ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়তে পরিবার, সমাজ ও আশপাশ থেকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। জীবনমুখী শিক্ষা দিতে হবে। আজকে যারা শিশু তারা আগামী দিনের নাগরিক। আপনার সন্তানকে যোগ্য হিসেবে গড়তে যদি ব্যর্থ হন তাহলে পরিবার, সমাজ ও দেশের ক্ষতি হবে। তাই স্মার্ট মোবাইল ব্যবহারে শিশুদের নিরুৎসাহিত করতে হবে। স্মার্ট মোবাইল শিশুদের জীবন নষ্ট করে দিবে। সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান।
তিনি বলেন, যেসব শিশু বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তারা আগামী দিনে আরো ভালো করে অভিভাবকের মুখ উজ্জল করবে এমন প্রত্যাশা রইল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আক্তার।
সভায় বক্তারা শিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও শিশুর আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন।
জেলা শিশু কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী ফেনী সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। যেসব কর্মসূচী পালন করা হয়- কন্যা শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত; চিত্রাংকন ক-বিভাগ প্রতিযোগিতায় ১ম মো. আল ফারাবী, ২য় অরিত্র শর্মা ঈশান ও কাজী শাদমান আলম শান। খ-বিভাগ প্রতিযোগিতায় ১ম স্বপ্ন সেন, ২য় ফাইজা তারান্নুম ও ৩য় প্রত্যাশা মজুমদার। গ-বিভাগ ১ম ফাবিহা জান্নাত অহনা, ২য় গোপা সাহা ও ৩য় নাবিলা বিনেত ইউনুছ চৌধুরী। ঘ-বিভাগ ১ম সুমাইয়া হক তুলিন, ২য় সাদিয়া আফরোজ ও ৩য় রায়য়া মানহা। রচনা ক-বিভাগ প্রতিযোগিতায় ১ম মো. আবদুল কাদের জিলানী, ২য় তাসনিম রাইসা স্নিগ্ধা ও ৩য় অর্কিতা চৌধুরী আরাধ্যা। খ-বিভাগ প্রতিযোগিতায় ১ম জান্নাতুল মাওয়া মাঈশা, ২য় সাদিয়া আফরোজ ও ৩য় মোসা. জান্নাতুল মুরসালিম।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”