স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন সোমবার (১২ অক্টোবর) বালিগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ছাত্রলীগ এমন একটি আদর্শ ও প্রতিষ্ঠান এই সংগঠন যারা করে একমাত্র তারাই অনুধাবন করতে পারে। এই প্রতিষ্ঠান থেকে যারা নেতৃত্ব দিবে তারা ভবিষ্যতেও সামনের দিকে এগিয়ে যাবে। ব্যক্তিগত জীবনেও সঠিকভাবে তারা সফল হতে পারবে।
শুসেন শীল বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সুযোগ্য নেতৃত্বের কারনে ফেনীতে ছাত্রলীগ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। ফেনীতে ছাত্রলীগের বিরুদ্ধে তেমন কোন বদনাম নেই।
তিনি বলেন, আগামী দিনে যারা নতুন নেতৃত্বে আসবে তাদের যেকোন আন্দোলন-সংগ্রামে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। যোগ্য নেতৃত্বের হাতে আগামী দিনে শিক্ষা, শান্তি, প্রগতির পতাকা তুলে দিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ।
সম্মেলন উদ্বোধন করেন- ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিক।
বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফয়সালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান কায়েস চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্লা আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হানিফ কিরণ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক আরিফ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের আদর্শিক নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তারা বলেন, শুসেন শীল বঙ্গবন্ধুর আদর্শে নিজাম হাজারী এমপির নেতৃত্বে ছাত্রলীগকে সুশৃঙ্খল ও পরিচ্ছন্নভাবে ঢেলে সাজাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জেলা ছাত্রলীগের সোনালী অর্জন। তাঁর সঠিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য ছাত্রনেতা সৃষ্টি হয়েছে। শুসেন শীল শুধু একটি নাম নয় ইনস্টিটিউট। এছাড়াও নিজাম হাজারী এমপির নির্দেশে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজ ত্বরান্বিত করায় শুসেন শীল বালিগাঁওয়ের উন্নয়নের রূপকার হিসেবে সুখ্যাতি লাভ করেছেন।
সম্মেলনে বালিগাঁও ইউনিয়নে যারা বিগত সময়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলেন তাদের সম্মাননা ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে কাজিরবাগ ইউপি চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ এলএলবি, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লতিফ খাঁন রায়হানসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









