স্টাফ রিপোর্টার :
জাতীয় পার্টির ফেনী জেলার অধীনস্থ ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং ফেনী পৌর ও দাগনভূঞা পৌর শাখার নতুন আহŸায়ক কমিটি গঠিত হয়েছে। ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সম্মতিতে গতকাল শনিবার পৃথক সাংগঠনিক পরিচিতি সভা করে এসব ইউনিটের নতুন আহŸায়ক কমিটি ঘোষণা করেন ফেনী জেলা জাতীয় পার্টির আহŸায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ।
ছাগলনাইয়া উপজেলা নব গঠিত আহŸায়ক কমিটিতে মজিবুর রহমান বাবুলকে আহŸায়ক, কাজী জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব ও আলা উদ্দিন লিটন, রেজাউল হক সুমন, ডা. মহি উল্যাহ বিদ্যুৎ, সার্জেন ওবায়দুল হক, নুরুল আলম খোকা, ইলিয়াস ভূঞা হক সাহেব ও মুসলিম উদ্দিনকে যুগ্ম আহŸায়ক করে ৩৯ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়।
পরশুরাম উপজেলা নব গঠিত আহŸায়ক কমিটিতে রফিকুল ইসলাম মজুমদারকে আহŸায়ক, আবুল হাসেম চৌধুরী (আর্মি)কে সদস্য সচিব ও সোলতান আহম্মদ (কানু চৌধুরী), করিম উল্যাহ চৌধুরী, আব্দুল জব্বার চৌধুরী, পটল মজুমদার ও আবুল মজুমদারকে যুগ্ম আহŸায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়।
ফেনী পৌর শাখার নব গঠিত আহŸায়ক কমিটিতে নুর আলম (আলম বাঁশি)কে আহŸায়ক, মো. এমরান হোসেনকে সদস্য সচিব ও বাকের হোসেন চৌধুরী জাফর, শহিদুল ইসলাম শহিদ, আবুল কালাম পাটোয়ারী, আলতাফ হোসেন ও শাইক রায়হান রিয়াদকে যুগ্ম আহŸায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়।
দাগনভূঞা পৌর শাখার নব গঠিত আহŸায়ক কমিটিতে সিরাজ উদ্দিন দুলালকে আহŸায়ক, মো. মিজানুর রহমানকে সদস্য সচিব ও মো. শাহ আলম, মো. মোস্তফা মিয়া, এডভোকেট বিনোদ বিহারী ভৌমিক, নুরুল হক সেলিম ও নুর মোহাম্মদ খাঁনকে যুগ্ম আহŸায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়।
জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহŸায়ক এম.এম ইকবাল আলমগীরের সুপারিশক্রমে উল্লেখিত কমিটি সমূহ অনুমোদন দেন জেলা কমিটির আহŸায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। নব গঠিত আহŸায়ক কমিটি সমূহকে আগামী ৫০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়।
নতুন আহŸায়ক কমিটি সমূহ অনুমোদন উপলক্ষে পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী পৌর ও দাগনভূঞা পৌর শাখার আয়োজিত গতকাল শনিবার পৃথক সাংগঠনিক পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাতীয় পার্টির আহŸায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র যুগ্ম আহŸায়ক এম.এম ইকবাল আলমগীর ও জহির উদ্দিন ভিপি জহির।
বক্তব্য রাখেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গণি পলাশ, সাধারণ সম্পাদক আবুল মনছুর নয়ন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহŸায়ক নুর নবী খন্দকার, জেলা জাতীয় পার্টির সদস্য শহীদুল ইসলাম শহীদসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









