বিশেষ প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে ভাষা শহীদ সালামের নামে নামকরণ হলো। ১৪ ফেব্রুয়ারি বিদ্যালয়টির ভাষা শহীদ আবদুস সালাম নামাঙ্কিত নামফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে।
ভাষা শহীদ আবদুস সালামের জন্মস্থান দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামের নাম ২০০৮ সালে সরকারিভাবে পরিবর্তন করে রাখা হয় ভাষা শহীদ সালামনগর। এরপর ভাষা শহীদ আবদুল সালামের বাড়ির অদূরে শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘর নির্মাণ করা হয়। যাদুঘর তৈরীর সময় এখানে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরী করা হলেও এ বছরের ১০ জানুয়ারি স্থায়ী শহীদ মিনার তৈরী করা হয়। জেলা পরিষদের তত্ত্বাবধানে সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার, শহীদ মিনার ও লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একই সীমানা প্রাচীরের মধ্যে এনে তৈরী হরা হয় নতুন সীমানা প্রাচীর। একই সীমানার প্রাচীরের মধ্যেই লক্ষনপুর প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙ্গে তৈরী করা হয় নতুন একটি বিদ্যালয় ভবন। কিন্তু দীর্ঘদিন ধরে সালামের পরিবার, স্থানীয় এলাকাবাসী, সাংবাদিক ও জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালামের নামে নামকরণের দাবি জানিয়ে আসলেও বিদ্যালয়ের নাম পরিবর্তনে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
ফেনীর বর্তমান জেলা প্রশাসক মো. আমিন উল আহসান যোগদানের পরপরই জেলার সার্বিক উন্নয়নে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে গণমাধ্যমকর্মীরা বিষয়টি জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। এ সময় নবাগত জেলা প্রশাসক ভাষা শহীদ সালামের মতো জাতির এমন একজন গর্বিত ও শ্রেষ্ঠ সন্তানের নামে বিদ্যালয়ের নামকরণে দীর্ঘসূত্রতা নিয়ে উষ্মা প্রকাশ করেন। সব শুনে তিনি সকলকে এই বলে আশস্ত করেন- এ বছর অমর একুশের আগেই বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালামের নামে নামকরণ করবেনই।
জেলা প্রশাসক মো. আমিন উল আহসান তাঁর কথা রেখেছেন। বিষয়টি তিনি আন্তরিকতার সাথে গ্রহণ করে স্বপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি চালাচালি শুরু করেন। তাঁর আন্তরিক প্রচেষ্টার বদৌলতে এরইমধ্যে বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে ভাষা শহীদ সালামের নামে নামকরণ হয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি বিদ্যালয়টির ভাষা শহীদ আবদুস সালাম নামাঙ্কিত নামফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা মো. আমিন উল আহসান বলেন, ভাষা শহীদ আবদুস সালাম ফেনীবাসীর গর্ব, জাতির শ্রেষ্ঠ সন্তান। আন্তরিকভাবে কেউ উদ্যোগ নেয়নি বলেই হয়তো এতদিন পর্যন্ত বিদ্যালয়টি ভাষা শহীদ সালামের নামে নামকরণ করা যায়নি। বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন। সুখবর হলো-এরই মধ্যে বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে ভাষা শহীদ সালামের নামে নামকরণে সরকারিভাবে গেজেট হয়ে গেছে। তিনি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি বিদ্যালয়টির ভাষা শহীদ আবদুস সালাম নামাঙ্কিত নামফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”