স্টাফ রিপোর্টার :
ফেনীর ফুলগাজীতে উত্ত্যক্ত করায় অপমান সইতে না পেরে বিষপানে এক কিশোরী (১৩) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীর নাম রুমা চৌধুরী (১৩)। সে স্হানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পডুয়া ছাত্রী ছিল ও উপজেলার জিএমহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীচন্দ্রপুর গ্রামের গোপাল চৌধুরীর মেয়ে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কিশোরীর পরিবার ও ফুলগাজী থানার উপপরিদর্ক (এসআই) মো.মোশাররফ হোসেন জানান, গত ৩১ অক্টোবর দুপুরে ওই কিশোরী পরিবারের সদস্যদের সাথে জিএম হাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে তার এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যায়। কিশোরী দুপুরে খাওয়ার পর পাশের ঘরে একটি কক্ষে গেলে উত্তম কুমার ওরফে আকাশ (৪০) নামে তার এক আত্মীয় তাকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। এতে ওই কিশোরী সাড়া না দিলে আকাশ তাকে বিভিন্নভাবে অশ্লীল কথাবার্তা বলেন এবং কিশোরীকে অপমান করেন।
অপমান সহিতে না পেরে সন্ধ্যায় নিজ বাড়ীতে গিয়ে ওই কিশোরী সবার অজান্তে বিষপান করে। বিষয়টি পরিবারের লোকজন টেরপেয়ে তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। ৬দিন হাসপাতালে চিকিৎসার পর কিশোরীর অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মত্যু হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, ওই কিশোরীর বাবা গোপাল চৌধুরী বাদী হয়ে শুক্রবার রাতে উত্তম কুমার ওরফে আকাশকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। গতকাল শনিবার দুপুরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে কিশোরীর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উত্তম কুমার ওরফে আকাশ পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন