আবু ইউসুফ মিন্টু :
বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে পরশুরাম উপজেলার কৃতি সন্তান খায়রুল বাশার মজুমদার তপনকে ফেনী জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিয়েছেন। রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রে খায়রুল বাশার মজুমদার তপনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
ধৈর্য্যরে ফল পেয়েছেন খায়রুল বাশার মজুমদার তপন। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্ধিতা থেকে শুরু করে বিভিন্ন সময়ে একাধিকবার দলীয় মনোনয়ন চেয়েও না পেয়ে হাল চাড়েননি খায়রুল বাশার মজুমদার তপন। দলের শীর্ষ নেতার উপর রাগ অভিমান না করে নিরলস ভাবে শ্রম দিয়ে আওয়ামীলীগের জন্য বছরের পর বছর ধরে কাজ করে গেছেন অবিরাম।
গত ৫ নভেম্বর জেলা পরিষদ উপনির্বাচনের তফসীল ঘোষণা করেছেন ফেনী জেলা রিটানিং অফিসারের কার্যালয়। তফসীল অনুযায়ী আগামী ১০ডিস্মেবর তারিখে উপ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, যাচাই বাচাই ১৭ নভেম্বর, মনোনয়ন পত্র পত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর।
ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী গত ৬ সেপ্টেম্বর তারিখে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ফেনী জেলা পরিষদ চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করে।
নানা জল্পনা কল্পনা শেষে দলীয় মনোনয়ন পেয়েছেন পরশুরাম উপজেলার উত্তর ধনিকুন্ডা গ্রামের কৃতি সন্তান খায়রুল বাশার মজুমদার তপন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে ঘনিষ্ট ভাবে সম্পৃক্ত রয়েছেন। দুঃসময়ে আওয়ামীলীগের রাজনীতির করতে গিয়ে অনেক মামলা হামাল স্বীকার হয়েছেন , একাধিকবার জেলও খেটেছেন তপন। ছাত্র রাজনীতি থেকে ছাত্রলীগের রাজনীতিতে গুরত্বর্পর্ন ভুমিকা পালন করে গেছেন। ২০১৩ সালে ফেনী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১৯৯১ সাল থেকে ২০১২ পর্যন্ত কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন। ১৯৯১-৯২ সালে তিনি পরশুরাম উপজেলা যুবলীগের আহবায়ক ছিলেন।
১৯৭৮ সালে ফেনী সরকারী পাইলট হাইস্কুল ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮২-৮৩ সালে ফেনী সরকারী কলেজের ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন । তার পর জগনাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেন। ১৯৮৬ সালে জগনাথে অধ্যায়ণরত অবস্থায় খায়রুল বাশার মজুমদার তপন হল শাখায় ছাত্রলীগের সভাপতি ছিলেন।
তপন শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় ও চন্দ্রনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
খায়রুল বাশার মজুমদার তপন উত্তর ধনিকুন্ডা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ৪ ভাই ৩ বোন।
খায়রুল বাশার মজুমদার তপন কে জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪ সালে ফেনী -১ আসনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল শেষ মুহুত্বে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাকে ঢাকায় নিয়ে জোটের স্বার্থে আসনটি ছেড়ে দিতে বললে খায়রুল বাশার মজুমদার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। গত জাতীয় সংসদ নির্বাচনেও তার দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভবনা ছিল বেশী। এছাড়াও আওয়ামীলীগ ক্ষমতা আসার পর ফেনী জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগ খায়রুল বাশার মজমুদার তপনকে দলীয় মনোনয়ন প্রস্তাব করেছিলো।
ওই সময় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আজিজ আহাম্মেদ চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









