স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের গৌরব ও ঐতিহ্যের ৪৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১১ নভেম্বর) সারাদেশের ন্যায় ফেনীতেও নানা কর্মসূচি আয়োজনের মধ্য
দিয়ে উদযাপিত হয়েছে। ফেনী পৌর চত্বরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের
সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ
ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দীর্ঘ ৪৮ বছরে ধরে শক্তিশালী
সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে
কেন্দ্রীয় যুবলীগ যেমন পরশ ও নিখিলের সুদৃঢ় নেতৃত্বে সারাদেশে সুনামের সাথে পরিচালিত
হচ্ছে। তেমনি ফেনী জেলা জেলা যুবলীগ দিদার ও রাজীবের নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খলভাবে
পরিচালনা করছে। ফেনী জেলা যুবলীগের সম্মেলনকে সারা বাংলাদেশ সেরা সম্মেলন হিসেবে
কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বীকৃতি প্রদান করেছেন। যা অন্য সংগঠনের জন্য অনুকরণীয়। ফেনী জেলা
যুবলীগ যে কোন অপশক্তিকে রুখতে মাঠে-ঘাটে সক্রিয় ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের
সহযোগী সংগঠন হিসেবে ফেনীতে যুবলীগ অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে অনেক
বেশি সুসংগঠিত ও শক্তিশালী। তিনি ফেনী জেলা যুবলীগের প্রশংসা করে বলেন, সকল অপশক্তির
মোকাবিলায় বিগত দিনের ন্যায় আগামী দিনেও সকল আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে
সক্রিয় থাকতে হবে।

ফেনী জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক
সভাপতি ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল কবির, জেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান
মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম
মজুমদার, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টার, কামাল মোর্শেদ, রাশেদ হাজারী, মোস্তাফিজুর রহমান সুমন, শহীদুল ইসলাম শহীদান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, ইকবাল বাহার ফয়সাল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব জ্যাকব, শরীফ উল্যাহ, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, সাধারণ সম্পাদক সফিকুল হোসেন মহিম, দাগনভূঞা উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি এনাম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহাম্মদ মিন্টু, সাধারন সম্পাদক একরাম পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি সালা উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমুখ।
শুরুতে প্রধান অতিথিকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানোর পর অতিথিবৃন্দকে উত্তরীয় ও ক্যাপ দিয়ে বরণ করে নেয়া হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক কাটা হয়। কেক কাটার পর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজাম হাজারী এমপি ও জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে পৃথক পৃথকভাবে ফটোসেশনে অংশ নেন।
এরআগে বুধবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শেখ ফজলুল হক মনির অস্থায়ী প্রতিকৃতিতে
ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
উল্লেখ্য; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তাঁর ভাগ্নে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে
১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের
মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ
প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার
যুগে সংগঠনটি দেশের গুরুত্বপূর্ণ নানা লড়াই-সংগ্রামে ভূমিকা রেখেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









