স্টাফ রিপোর্টার :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন-২০২০ মঙ্গলবার বিকেলে কোরাইশমুন্সি বাজারে মামুন প্লাজা সংগ্লন্ন মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেলা পরিষদের সদস্য রাবেয়া আক্তার রাবু। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড় মনি, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষেদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানম রুনা।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, ফেনী জেলা পরিষদের সদস্য রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন বিএ, সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, রাজাপুর ইউপি চেয়ারম্যান আনম কাশেদুল হক বাবর, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঞা ও দাগনভূঞা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার।
রাজাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার আবদুর রহমান, দাগনভূঞা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম মিন্টু, রাজাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীদের বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতাসহ কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করেছেন। এছাড়াও বর্তমান সরকারের নেতৃত্বে দেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই এ সরকার বার বার দরকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









