স্টাফ রিপোর্টার :
তৃণমূল পর্যায়ে ফুটবল খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে দেশের চারটি জেলা ফেনী, মাদারীপুর নীলফামারী ও ঢাকায় প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। এরমধ্যে গতকাল বুধবার ফেনীসহ তিনটি জেলার ক্যাম্প উদ্বোধন করা হয়। বুধবার (১৮ নভেম্বর) ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ।
জেলা ক্রীড়া সংস্থার ভাষ্যমতে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ফেনী জেলার ২শ ৬০জন ক্ষুদে খেলোয়াড়রা প্রশিক্ষণে অংশ নিচ্ছে। এরমধ্যে ৮থেকে ১৮ বছর বয়সী ছেলেরা চারটি গ্রুপে ও মেয়েরা দুটি গ্রুপে অংশ নিয়েছে। মোট ছয়টি গ্রুপের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ ও সহকারী প্রশিক্ষক এসএম জেড সাগর চৌধুরী।
শেষে প্রধান অতিথি ক্ষুদে শিশু খেলোয়াড়ের হাতে ফুটবল তুলে দিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন।
ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ বলেন, প্রতি শনিবার সকাল ৯টা থেকে শুরু হবে ৮-১১ বছরের ছেলেদের, ১০টা ১০ মিনিটে শুরু হবে ১২-১৪ বছরের ছেলেদের, ১১টা ১০ মিনিটে শুরু হবে ১৫-১৭ বছরের ছেলেদের, প্রতি রোববার ৯টা থেকে শুরু হবে ৮-১৪ বছরের মেয়েদের, ১০টা ১০ মিনিটে শুরু হবে ১৫ বছর ও তদোর্ধ্ব মেয়েদের, ১১টা থেকে শুরু হবে ১৮ বছরের ছেলেদের দেয়া হবে প্রশিক্ষণ। এভাবে প্রশিক্ষণার্থীরা একদিন পরপর প্রশিক্ষণে অংশ নিবে। এছাড়াও প্রতি শুক্রবার শারীরিক প্রতিবন্ধীরা প্রশিক্ষণে অংশ নিতে পারবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, আগামী দিনের খেলোয়াড় তৈরি ও তাদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করতে এ প্রশিক্ষণ অনন্য ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ ক্যাম্প সুন্দর ও সুচারুভাবে পরিচালনা করতে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম মাঠটি সংস্কার করে আরো উপযুক্ত করে তুলতে জেলা ক্রীড়া সংস্থার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, ভালো খেলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণার্থী ছেলে-মেয়েরা কঠোর পরিশ্রম করে কর্তব্যনিষ্ঠ হয়ে ফুটবল খেলার কৌশলগুলো আয়ত্বে করে নিবে। এজন্য তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। অংশগ্রহণকারীরা যদি নিবিড়ভাবে প্রশিক্ষণ নেয় তাহলে ফুটবলে ফেনীকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন। এসব খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে ফেনীর খেলোয়াড়রা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং স্কুল পর্যায়েও অংশগ্রহণ করে ভালো খেলেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”