শহর সংবাদদাতা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সু-সংগঠিত করার লক্ষ্যে ফেনী সদর উপজেলা আওয়ামী যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৮ নভেম্বর) বিকেলে ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব।
প্রধান অতিথি বক্তব্যে দিদারুল কবির রতন বলেন, সদর উপজেলা যুবলীগের কার্যক্রম গতিশীল ও সু-সংগঠিত করতে এ সভার আয়োজন করা হয়েছে। উপজেলা যুবলীগের সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আওতাধীন প্রত্যেক ইউনিয়নে আগামী ২৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি বক্তব্যে রিয়াদ চৌধুরী বলেন, আগামীর যুবলীগ হবে মানুষের জন্য। যুবলীগ কাজ করবে মানুষের কল্যাণে। পাশাপাশি স্বাধীনতা বিরোধী যেকোন অপশক্তির বিরুদ্ধে ফেনী জেলা আওয়ামী যুবলীগ সদা জাগ্রত আছে এবং থাকবে।
সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুল আবছার আপনের সভাপতিত্ব সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। এতে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্ল্যাহ্ আজাদ।
সভায় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শরিফুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন জিতু, সদস্য গাজী খালেদ ইমাম জুয়েল, তৌহিদুর রহমান হানিফসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









