স্টাফ রিপোর্টার :
ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে কৃষকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ফসলের নিবিড়তা বৃদ্ধি, শস্য বহুমুখীকরণ, সেচের পানি সাশ্রয়, উন্নত সেচ ব্যবস্থাপনা, আধুনিক পদ্ধতিতে ফসল, মৎস্য চাষ, হাঁস-মুরগী পালন সম্পর্কিত অগ্রণী কৃষক প্রশিক্ষণ রোববার (২২ নভেম্বর) সকালে শুরু হয়েছে।
সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, মুহুরী সেচ প্রকল্প, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফেনীর আয়োজনে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ। সভাপতিত্ব করেন- আইএমও, আইএমওআইপি ফেনীর জেনারেল ম্যানেজার সুমন সিজাপাতি।
সম্প্রসারণ ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ রবীন্দ্র কুমার মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পাউবো ফেনীর উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মোমিনুল ইসলাম ভূঁঞা, চিফ রেসিডেন্ট প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুর নবী, সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে আধুনিক ধান চাষ পদ্ধতি ও রোগ বালাই ব্যবস্থাপনা, আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন ও সংরক্ষণ, বোরো ধান চাষে সেচের পানি সাশ্রয়, ভূগর্ভস্থ পাইপলাইন সেচ পদ্ধতি ও প্রিপ্রেইড কার্ডের মাধ্যমে সেচ চার্জ ব্যবস্থাপনা, বসতবাড়িতে উচ্চমূল্যের ফলগাছ রোপণ, চাষ পদ্ধতি, উৎপাদন প্রযুক্তি ও পরিচর্যাসহ বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষকরা বিভিন্ন সেশনে অংশ নিয়ে ধারাবাহিকভাবে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছেন।
সোমবার দ্বিতীয় দিন প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে করোনাভাইরাস পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে এলাকার কৃষক ও কৃষাণীরা অংশ নিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন