সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের জেলে পাড়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রিয়লাল জল দাসের চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
তিনি (২২ নভেম্বর) রবিবার বিকেলে জেলেপাড়ায় প্রিয়লালের বাড়ীতে গিয়ে এ আশ্বাস দেন।
স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর তত্ত্বাবধানে রেখে প্রিয়লালের চিকিৎসার খরচ বাবদ নগদ ১০ হাজার টাকা প্রদান করেন লিপটন। পরবর্তীতেও তার চিকিৎসার সকল খরচ বহন করার আশ্বাস দেন তিনি।
জানা যায়, প্রিয়লাল দীর্ঘ ৫বছর ধরে পাইলস রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন।
সম্প্রতি ফেনীর মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর সভাপতি মঞ্জিলা মিমি জেলেপাড়া এলাকায় গেলে প্রিয়লালের অসুস্থতার বিষয়টি তাঁর নজরে আসে। পরে তিনি প্রিয় লালকে ফেনীর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারের পরামর্শ ও কয়েকটি পরীক্ষা করান।
এসময় চিকিৎসকরা প্রিয়লালকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অপারেশন করানোর পরামর্শ দেন।
পাইলস ও ক্যান্সার চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়াতে অসচ্ছল প্রিয় লালের পরিবার পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি সহায় সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনকে অবহিত করা হলে তিনি এ উদ্যোগ নেন।
উপজেেলা পরিষদ সূূূত্র জানায়, সোনাগাজীর জেলে পাড়ার ওই এলাকায় প্রায় ১৬০টি পরিবারের বসবাস। সেখানকার অতি দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রথম ধাপে ৫০টি পরিবারকে স্বাবলম্বী করতে
হাঁস মুরগি পালনের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান এবং দুইটি শৌচাগার তৈরী করার উদ্যোগ নেয়া হয় । এসম উপস্থিত ছিলেন
চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা মিমি ।
ফেনীর সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীর সদর ও চর চান্দিয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থান জেলেপাড়ার বাসিন্দারা মাছ শিকারের উপর নির্ভর। গত বেশকিছু বছর ধরে মাছ কম ধরা পড়ায় পরিবারগুলো তাদের জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন