সংবাদদাতা :
অনলাইন ব্যবসা ভিত্তিক ফেনীর মেয়েদের সর্ব পরিচিত সংগঠন ফেনী অনলাইন ফিমেইল এন্ট্রেপ্রেনর্স ফোরাম (ফফে) এর গ্র্যান্ড মিট গালার ২য় আয়োজন সম্পন্ন হলো । গত বুধবার অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আপন ইভেন্টস এর ব্যবস্থাপনায় ও ক্যারিয়ার সহায়ক প্রতিষ্ঠান দেখা হবে বিজয়ের সহযোগিতায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বেশ আনন্দঘন পরিবেশে এটি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমনী আক্তার ।
এর আগে ২০১৯ সালেও একই আয়োজন অনুষ্ঠিত হয় । গ্র্যান্ড মিট গালা মূলত একটি পুনর্মিলনী উৎসব । এতে বিশেষ করে ফেনীতে অনলাইন ভিত্তিক মেয়েরা যারা ব্যবসা করে তারা এবং তাদের ক্রেতা,স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করে । পুরো অনুষ্ঠানটি শুধুমাত্র মেয়েদের নিয়ে এবং মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অলংকিত হয় । দিনব্যাপী এই আয়োজনে থাকে বিনোদন,খাওয়া-দাওয়া,মেহেদী উৎসব, কেইক কাটা ও বিভিন্ন পণ্যের উৎসবমুখর প্রদর্শনী । এবার এই আয়োজনে ২০ জন নতুন মহিলা উদোক্তা স্টল দেয়ার সুযোগ পায় এবং ১০০ এর অধিক উদোক্তাসহ প্রায় ৪০০ মেয়ে নিবন্ধন করে এতে অংশ নেয় । করোনা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়নি । নিজেদের মধ্যে নাচ-গানের প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনে ছিলো উপহারের ছড়াছড়ি ।
২০১৭ সালে ফেনীতে অনলাইন মহিলা উদ্যোক্তাদের নিয়ে অফলাইনে প্রথম গঠিত এই ফোরামের মূল সদস্য সংখ্যা ২৫ । এরা নিজেদের ব্যবসায়িক সমৃদ্ধির পাশাপাশি নতুন নতুন উদোক্তা সৃষ্টিতে কাজ করে আসছে গত তিন বছর ধরে । বর্তমানে তাদের অনলাইন ভিত্তিক গ্রূপের সদস্য সংখ্যা ২০ হাজার এর কাছাকাছি ও তালিকাভুক্ত সেলার এর সংখ্যা ২০০ এর অধিক । এই সেলারদের জন্য তারা নিয়মিত বেসিক ট্রেনিং ও অনলাইন বিজনেস ওয়াকর্শপ এর আয়োজন করে আসছে । চলতি বছরের মার্চ মাসে “বাসন্তি হাওয়া” নামে ফেনীতে প্রথমবারের মতো শুধুমাত্র মেয়েদের জন্য একটি ইউনিক উৎসব আয়োজন করে এই গ্রূপ থেকে ,যেখানে ফেনীর প্রায় ৫ হাজারেরও বেশী মেয়ে অংশ নিয়েছিলো ।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক তার বক্তব্যে এই ফোরামের উচ্চসিত প্রশংসা করে বলেন, আমি এই ফোরামের কর্মকান্ড সম্পর্কে পূর্ব থেকেই অবগত, তারা নিজেরা যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনি তাদের মাধ্যমে ফেনীর মেয়েদেরকেও এগিয়ে নিচ্ছে,তাদের সকল কাজে আমার সহযোগিতা থাকবে। পরবর্তীতে তিনি স্টল গুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে নিজের ভাবনা বিনিময় করেন ।
অনুষ্ঠানে অংশ নেয়া ফেনীর মেয়ে উদোক্তা শারমিন হাসান বলেন, এই গ্রূপের আয়োজন গুলো ব্যতিক্রম হয়, এখানে এলে ছোট-বড় অনেকের সাথেই দেখা হয়, তাই একদিন সকল ব্যস্ততা বাদ দিয়ে এখানে আসি । স্টল দিয়ে বেশ আনন্দিত কেয়ার প্লাস নামক ড্রেস এর উদোক্তা দিয়ানা বলেন, এর আগেও উনাদের আয়োজনে অংশ নিয়েছি, উনাদের অনুষ্ঠান গুলো বেশ সাড়া জাগানো, এখানে এসে আমরা অনেকের সাথে পরিচিত হই ।
আয়োজকদের মধ্যে গ্রূপের সিনিয়র সদস্য,ব্যাংক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন ইমু জানান, এই ফোরাম নির্দিষ্ট কোন ব্যক্তিকে গুরুত্ব দেয়ার জন্য তৈরী হয়নি, এখানে আমরা সবাই সমান এবং সবাই সবার কাজে সহযোগিতা করে আসছি,আমাদের লক্ষ্য ফেনীর অনলাইন প্লাটফর্ম এর পরিধি বিস্তৃত করা । বিগত সময়ের মতো ভবিষ্যতেও ফেনীর মেয়েদের জন্য নির্দিষ্ট কিছু আয়োজন নিয়ে সবার সামনে আসবে ফেনী অনলাইন ফিমেইল এন্ট্রেপ্রেনর্স ফোরাম,এমনটিই জানান তিনি ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









