স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা যুবলীগ দলকে সুসংগঠিত ও গতিশীল করতে গত কয়েক মাস ধরে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ফেনী পৌর আওয়ামী যুবলীগের এক বর্ধিত সভা বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী।
ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহ-সভাপতি জানে আলম ভূঁইয়া,্সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, সদস্য শাহাদাত হোসেন রিন্টুসহ আওয়ামী যুবলীগের নেতারা। বর্ধিত সভায় ফেনী পৌর যুবলীগের ১৮টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও ফেনী জেলা আওয়ামী লীগের অভিভাবক নিজাম উদ্দিন হাজারী এমপির পরামর্শমতে ফেনীর উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধি করতে যুবলীগকে সুসংগঠিত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। জেলার প্রত্যেকটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা করে তৃণমূলের মতামতের আলোকে আগামীতে ত্যাগী নিবেদিত ও যোগ্যদেরকেই নেতৃত্বে আনা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









