** ১৬ ডিসেম্বর ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **
স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ফেনী সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন প্রদান প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ২০টি পরিবারের স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই হচ্ছে। ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা- বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এ লক্ষ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর শুভ উদ্বোধন করবেন।
সদর উপজেলা পরিষদ সূত্র জানায়, দেশের দরিদ্র মানুষের বাসস্থান নিশ্চিত করতে নানামুখি উদ্যোগ নিয়েছে সরকার। তারই একটি হচ্ছে আশ্রায়ন প্রকল্প-২। এর আওতায় দেশের বিভিন্ন জেলায় গৃহহীন পরিবারকে সরকারি খরচে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্ধকৃত আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়নের জন্য ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলা (বরইয়া টিলা) এলাকায় ৩৩ শতক খাস জায়গায় ১৫ পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ চলছে। এছাড়া উপজেলার ফরহাদনগরে বাকী ৫ পরিবারের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে ২০টি (ক) শ্রেণির গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। প্রতিটি নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।
মঙ্গলবার ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন ও কাজের গুণমান মান সঠিক যেন থাকে তিনি সে ব্যাপারে তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই) মো. আফতাবুল ইসলাম।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আফতাবুল ইসলাম জানান, ২০২০-২০২১ অর্থবছরে ভূমিহীন ও গৃহহীন প্রদান প্রকল্পের আওতায় প্রতিটি ঘর নির্মাণের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। যা দিয়ে আধা পাকা ঘর। দুটি কক্ষ নির্মাণে চারপাশে ইটের দেয়াল ও উপরে রঙিন টিন, ব্যবহার করা হচ্ছে লোহার এঙ্গেল। এছাড়া স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও সাড়ে ৯ ফুট লম্বা খোলা বারান্দা।
স্থানীয় বাসিন্দা মফিজ উদ্দিন মুন্না জানান, গৃহহীনেরা সরকারি খরচে ঘর পাওয়ায় খুশি স্থানীয় সবাই। এই প্রকল্প অব্যাহত রাখার দাবি জানিয়েছে তারা।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরীন সুলতানা বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সব মানুষকে ঘর দেয়া সম্ভব হয়নি। আরো চাহিদা অনুযায়ী তালিকা প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে বাকীদের পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের সরকার। অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন তা অতীতে কোন সরকারের আমলে করা হয়নি। তিনি প্রত্যেক গৃহহীনের জন্য ঘর করে দিচ্ছেন, যেন কেউ গৃহহীন না থাকে। শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে অসহায়-দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। পর্যায়ক্রমে সব দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”