বিশেষ প্রতিনিধি :
দেশের কয়েকটি উপনির্বাচন শেষ হতেই আবারও শুরু হলো নির্বাচন কাউন্টডাউন। এবার পৌরসভা নির্বাচন। মূল আকর্ষণ পৌর মেয়রের পদ। তফসিল
ঘোষণার অপেক্ষায় ফেনীর পাঁচ পৌরসভার নির্বাচন। এই নির্বাচনেও হার মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বিনা oপ্রতিযোগিতায় আওয়ামী লীগকেও ছাড় দেবে না বিএনপি। তারাও মাঠে লড়বে। লড়বে অন্যান্য রাজনৈতিক দলও।
জানা গেছে, এরই মধ্যে নির্বাচনী কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। ব্যস্ত সময় পার করছেন দুই দলের মনোনয়ন প্রত্যাশীরাও। গত ২২ নভেম্বর দেশের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
করেছে নির্বাচন কমিশন। শীঘ্রই ফেনীর ৫টি পৌরসভায়ও নির্বাচনের তফসিল
ঘোষণা করা হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী ও তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা একটি সময় সাপেক্ষ ব্যাপার, তাই ফেনী, দাগনভূঞা, পরশুরাম, সোনাগাজীও ছাগলনাইয়া- এ পাঁচটি পৌরসভায় মেয়র পদে
আগ্রহী প্রার্থীদের নাম আহবান করেছে জেলা আওয়ামী লীগ।
এদিকে গত মঙ্গলবার আওয়ামী লীগের সদস্যপদ প্রদান ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, আসন্ন পৌর ও ইউপি নির্বাচনে তৃণমুলের মতামতের ভিত্তিতে দলীয় মনোনয়ন দেওয়া হবে। পৌর ও ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীরাই তাদের নেতা নির্ধারণ করবেন। দলের জন্য পরিশ্রমী ও ত্যাগী ব্যক্তিরাই এজন্য যোগ্য বলে বিবেচিত হবেন। শুধুমাত্র আমার সাথে সুসম্পর্ক থাকলেই মনোনয়ন মিলবে না। তিনি বলেন, দলের পরিশ্রমী ও ত্যাগী ব্যক্তিরাই আসবে নেতৃত্বে।
এছাড়া দলের মধ্যে দ্বন্দ-কোন্দল নিরসন করে আসন্ন পৌরসভা নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করা দলের অন্যতম চ্যালেঞ্জ। তাই এবার নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই বিরোধ দূর করার প্রচেষ্টা ও তৎপরতা চালাচ্ছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালা উদ্দিন আলাল জানান, বিএনপি একটি বড় দল হিসেবে সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। ফেনীতে পাঁচ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দিতে তারা প্রস্তুত রয়েছে। ফেনী পৌরসভার ১৮টি
ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে বিএনপির নতুন কমিটি করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত পেলে প্রার্থী ঘোষণা করা হবে।
তবে মেয়র পদে কারা আসছে তাদের নাম প্রকাশ না করে কৌশল অবলম্বন করে আলাল বলেন, প্রার্থীদের নাম জানাজানি হলে ক্ষমতাসীন দল থেকে মামলা-হামলার শিকার হতে হয়। তবে বিএনপি গোপনীয় দল নয় নির্বাচনী দল হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত রয়েছে তিনি জানান।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক ফেনী জেলা আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড গঠন করেছেন। তৃণমূলের নেতাদের ভোটাভুটিতে প্রার্থী নির্ধারণ করা হবে। ওই বোর্ডে আগামী শুক্রবার বিকাল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত তৃণমূলের ভোটে বিজয়ী প্রার্থীদের নাম বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে প্রেরণ করা হবে।
মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শহীদ খোন্দকার জানান, বুধবার থেকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে মেয়র পদে আগ্রহীদের মাঝে আবেদনপত্র বিক্রয় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
তিনি জানান, যারা মনোনয়ন পত্র সংগ্রহ করবেন তারা অফেরতযোগ্য পাঁচ হাজার টাকা জমা দিতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









