স্টাফ রিপোর্টার :
দেশের কয়েকটি উপনির্বাচন শেষ হতেই আবারও শুরু হলো নির্বাচন কাউন্টডাউন। এবার পৌরসভা নির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই ধাপে সারা দেশের ৮৬টি পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। দ্বিতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী ফেনীর দাগনভূঞা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ফেনী পৌরসভাসহ জেলার অন্য পৌরসভাগুলো তফসিল ঘোষণার অপেক্ষায়।
জানা গেছে, এরই মধ্যে নির্বাচনী কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগ। ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরাও। শুক্রবার ফেনীর পাঁচটি পৌরসভায় নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থীদের প্রতিটিতে তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণের লক্ষে তৃণমূলে নেতাদের ভোট গ্রহণ করা হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী ও তৃণমূলের মতামতের ভিত্তিতে ফেনী পৌরসভার জন্য প্রস্তাবিত নামের তালিকা অনুযায়ী বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও পৌর সভাপতি আয়নুল কবির শামীম, দাগনভূঞা পৌরসভায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক খান, পৌর সভাপতি খায়েজ আহম্মদ, সাবেক ছাত্রলীগ নেতা নুর ইসলাম, সোনাগাজী পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সাবেক তথ্য ও প্রকাশনা সম্পাদক পৌর কাউন্সিলর নুর নবী লিটন, পৌর আওয়ামী লীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, ছাগলনাইয়া পৌরসভায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মোস্তফা, উপজেলা সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাবেক সভাপতি সামছুদ্দিন মজুমদার ভুলু, পরশুরাম পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।
এদিকে, ইতিমধ্যে দুইদফায় পৌরসভার তফসিল ঘোষণা খবরে নড়েচড়ে উঠেছে ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি তৃণমূলের ভোটে প্রার্থী মনোনয়নের ঘোষণা দেয়ায় সবাই শীর্ষ নেতৃত্বের নজর কাড়ার পাশাপাশি তৃণমূলের সাথেও নিবিড় যোগাযোগ রাখার চেষ্টা করছেন। ইতিমধ্যে পৌরসভার কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে বর্তমান কাউন্সিলরদের পাশাপাশি নতুন পুরাতন আরো অনেকেই দলীয় প্রার্থীতা তথা সমর্থন পেতে সক্রিয় হয়ে উঠেছেন।
দলের একাধিক সূত্রে জানায়, পৌরসভার ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান ভূঞার পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও জেলা যুবলীগ সহ-সম্পাদক নুর করিম শিপন মনোনয়নপ্রত্যাশী হিসেবে নাম শুনা যাচ্ছে। এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুজিবুর রহমান দুইবারের কাউন্সিলর। স্থানীয় নেতাকর্মীদের অনেকে নতুনদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আতিক উল্যাহ ফয়সালের পরিবর্তে দলে নবাগত ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালামসহ আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহারের পাশাপাশি তাঁর সহোদর ভাই ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর আলমের নাম আলোচনায় রয়েছেন। এছাড়া পৌর আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সহ-প্রচার সম্পাদক মো. নুর হোসেন ভূঞা মিশু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রুবেল ও ঠিকাদার জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবীরও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় সমর্থন পেতে জোর চেষ্টা চালাচ্ছেন। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মফিজ উল্যাহ কোম্পানীর বদলে পৌর আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির যুগ্ম-সম্পাদক সাবেক কমিশনার তৌহিদুর রেজানুর মাসুদ ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম সাইফুদ্দিন রূপম ও যুবলীগ নেতা শাহ আলম দলীয় প্রার্থীতা পেতে তৎপরতা চালাচ্ছেন। এছাড়াও মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি ফেনী জেলা সভাপতি মো. রেজাউল গণি পলাশ এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মহাজোটের সমর্থন পেতে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগসহ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৯নং ওয়ার্ডে তিনবারের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সমাজসেবা সম্পাদক সিরাজুল ইসলামের পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোতাহারুল করিম চৌধুরী কাউছার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ সোহেল রানা ও জেলা যুবলীগের সহ-সম্পাদক নুর উদ্দিন মিলন, জেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল ও পৌর যুবলীগের সহ-সভাপতি গাজী খালেদ ইমাম জুয়েলসহ কয়েকজনের।
এদিকে ১০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন মুন্নার পাশাপাশি জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক প্রচার সম্পাদক জামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা ও পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু মনোনয়ন পেতে আগ থেকেই আলোচনায় রয়েছেন। এর মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির উদ্দিন খান পাঠান সেলিমের ছেলে তরুণ ব্যবসায়ী খালেদ খান আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ১১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেলের পাশাপাশি গিয়াস উদ্দিন চৌধুরী ও মামুন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। ১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি থেকে যোগদানকারী জেলা আওয়ামী লীগের সাবেক নেতা হারুন অর রশিদ মজুমদারের পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লোকমানুর রহমান ফরায়েজী, সাধারণ সম্পাদক এম.এ আজাদ, আওয়ামী লীগ নেতা ফরিদ আহাম্মদ ভূঞা, যুবলীগ নেতা মামুন ও সুমন ভূঞার নাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। ১৪নং ওয়ার্ডে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহম্মদের পাশাপাশি আরো কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তবে দলে নবাগত মনিরের বির্তকিত কর্মকান্ডে স্থানীয় আওয়ামী লীগ এখানে বিকল্প প্রার্থীর সন্ধানে রয়েছে। ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবু ইউসুফ বাদল দূর্নীতির দায়ে কারাগারে রয়েছেন। ইতিমধ্যে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদও হারিয়েছেন। এ পদে সদ্য নিযুক্ত একরামুল হক ওয়ার্ড কাউন্সিলর পদও পেতে পারেন বলে শোনা যাচ্ছে। ১৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাইফুর রহমান সাইফু’র পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনের নাম আলোচনায় রয়েছে।
পৌর আওয়ামীলীগ সভাপতি আয়নুল কবির শামীম জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষনার পর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে প্রার্থী বাছাইয়ে ত্যাগী ও তৃণমূলের মতামতকে প্রাধান্য দেয়া হবে।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন এলে মনোনয়নের জন্য অনেকেরই প্রত্যাশা থাকে। তবে তৃণমূলের মতামতকে অগ্রাধিকার দিয়ে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি’র নির্দেশনার আলোকে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত দেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









