স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ফেনীতেও যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ফেনী পৌরসভা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শহরের ট্রাংক রোড হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ। সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভিসহ পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিরোধিতা করবে তাদেরকে ফেনীর যুবসমাজ ও ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে। ফেনী নিজাম হাজারী এমপির ঘাঁটি। ফেনীতে কোন জঙ্গিবাদ ও রাজাকারের ঠাঁই হবে না। বিএনপি-জামায়াতের নীল-নকশা মোতাবেক বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে আবার পরাধীন করতে যারা লিপ্ত হয়েছে। তারা মৌলবাদীচক্র। বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে রূপান্তরিত করতে চক্রান্ত করছে। পাকিস্তানে তাদের জাতির পিতা জিন্নাহ’র ভাস্কর্য রয়েছে, তুরস্কে ছাত্রনেতা কামাল আতাতুর্কের ভাস্কর্য রয়েছে, সংখ্যাগরিষ্ঠতায় বৃহৎ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় ভাস্কর্য রয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য নির্মাণে যারা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের প্রতি নিন্দা জানিয়ে ফেনীর মাটিতে অবাঞ্চিত করার ঘোষণা দেন।
উল্লেখ্য; একইদিন ফেনী জেলার প্রতিটি উপজেলা সদরে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









