স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সভাপতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার ৭৫ সদস্য বিশিষ্ট এই
কমিটির অনুমোদন দেন।
বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের কাছ থেকে অনুমোদিত কমিটি গ্রহণ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় এক বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুমোদিত কমিটিতে সভাপতির শূন্যপদে ১নং সহ-সভাপতি হাফেজ আহম্মদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
তিনি জানান, নব ঘোষিত জেলা কমিটিতে প্রবীণ আইনজীবী হাফেজ আহম্মদকে সভাপতি
(ভারপ্রাপ্ত) ও নিজাম উদ্দিন হাজারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মাষ্টার আলী হায়দার, আকরাম হোসেন হুমায়ুন, প্রিয়রঞ্জন দত্ত, ইফতেখার ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে সহ-সভাপতি, আবদুল করিম, অ্যাডভোকেট নুর হোসেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনকে যুগ্ম সম্পাদক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম শহীদুল্যাহ খোন্দকারকে দপ্তর সম্পাদক, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রবীন
আইনজীবী আকরামুজ্জামানকে সভাপতি ও নিজাম উদ্দিন হাজারীকে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার আগেই গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে আকরামুজ্জামান মারা
যান।
এদিকে, ফেনী জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ নতুন কমিটিকে স্বাগত জানান জেলা ও উপজেলার
নেতাকর্মীরা। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে নতুন কমিটিকে অভিনন্দন ও
শুভেচ্ছা জানান। নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে নব গঠিত কমিটির
সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সাংবাদিকদের জানিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









