স্টাফ রিপোর্টার :
দুই দলই প্রচণ্ড গতিশীল ও আক্রমণাত্নক ফুটবল খেলেছে। আর সেই আকর্ষণীয় খেলা উপভোগ করতে মাঠের চারদিকে হাজারো দর্শকের ভিড়। শুক্রবার শীতের পড়ন্ত বিকেলে ঢাকার পল্টনের আউটার স্টেডিয়ামে দেখা গেছে এমনই নয়নাভিরাম দৃশ্য। বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম অনুর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ফেনীর এফসি ইউনাইটেড ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমিকে। গোল দুটি করেন মাজহারুল ইসলাম রুহেল (৫ মিনিটে) এবং তানভীর হাসান রাহুল (৭৬ মিনিটে)।
চ্যাম্পিয়ন হয়ে ফেনীর এফসি ইউনাইটেড একাডেমি পেয়েছে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও এক লাখ টাকা। রানার্সআপ ওয়ারিয়র স্পোর্টস একাডেমি পেয়েছে রানার্সআপ ট্রফি, মেডেল ও ৫০ হাজার টাকা। এছাড়া অন্যান্য পুরস্কারের বেশিরভাগই গেছে শিরোপাজয়ী দলের কাছে। যেমন আসরের সেরা গোলরক্ষক হৃদয় হোসেন বাবু, আসরের সেরা খেলোয়াড় তানভীর হোসেন রাহুল, ম্যান অব দ্য ফাইনাল মাজহারুল ইসলাম রুহেল … এরা সবাই ফেনীর।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রানার্সআপ দলের তুহিন দালাল এবং চ্যাম্পিয়ন দলের ওমর ফারুক ও ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমির আশরাফুল (৩ গোল), ফেয়ার প্লে ট্রফি পেয়েছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনূর, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিবুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, আয়োজক কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান খান, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলম এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন যুবায়ের।
পুরস্কার বিতরণী শেষে আয়োজক কর্তৃপক্ষ এক মনোজ্ঞ আতশবাশির প্রদর্শনী করে। তখন বিজয় মঞ্চে ট্রফি নিয়ে শিরোপাজয়ী ফেনীর ফুটবলাররা মনের আনন্দে নাচছিলেন।
দ্বিতীয়বারের মতো এই আসরটি মাঠে গড়িয়েছিল গত ৩ ডিসেম্ভর। নয়দিন ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় নতুন ১২ দল। অংশগ্রহণকারী দলের সব খেলোয়াড়ের মেডিকেল টেস্টের মাধ্যমে বয়স যাচাই-বাছাই করা হয়েছে। রেফারি, বল ও অন্যান্য সুবিধা দিয়ে সহযোগিতা করেছে বাফুফে। বাফুফের বেশ কজন বয়স ভিত্তিক কোচেরা বিভিন্ন পজিশনে প্রায় ১৫ ফুটবলারকে বাছাই করেন এই একাডেমি কাপ প্রতিযোগিতা থেকে।
তৃণমূল ফুটবল মানে বয়সভিত্তিক ফুটবল। এই পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরি না হলে দেশের ফুটবলে কখনই উন্নতি সম্ভব নয়। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) এই সত্যটি সত্যিকারভাবে উপলব্ধি করতে পেরেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগেই। সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করছিল সংগঠনটি। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তাদের সেই প্রচেষ্টা আলোর মুখ দেখে ২০১৯ সালের সেপ্টেম্বরে। আয়োজন করেছিল অনুর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। অনেক সাড়া জাগানো এ ধরনের টুর্নামেন্ট দেশের ভবিষ্যত ফুটবলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছিলেন ফুটবলবোদ্ধারা। বিএফএসএফ তৃণমূল থেকে ফুটবলার তৈরির ব্যতিক্রমী সেই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেছে, এটা সত্যিই আশাব্যঞ্জক ব্যাপার।
বাংলাদেশে যেসব ফুটবল একাডেমিগুলো আছে, সেগুলো মূলত চরমভাবে অবহেলিত। ডিএফএ, ডিএসএ, ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া মন্ত্রণালয় … কারোর কাছ থেকেই কোন ধরনের সহযোগিতা পায় না। বাংলাদেশের কোথাও তাদের নিবন্ধনেরও কোন ব্যবস্থা নেই। তারা সারা বছর শুধু কলুর বলদ-এর তো অনুশীলনই করে যায়! কোন প্রতিযোগিতামূলক আসরে অংশ নিয়ে যে নিজেদের নৈপুণ্যের মানোন্নয়ন ঘটাবে এবং কোন প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, তারও কোন সুযোগ নেই। এসব চিন্তা করেই বিএফএসএফ চেয়েছে এই একাডেমিগুলোকে এক কাতারে নিয়ে এসে ক্ষুদ্র পরিসরে হলেও তাদের নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করতে। এক্ষেত্রে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করে একাডেমিগুলোকে নিয়ে গত বছর আয়োজন করে এই আসরটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”