স্টাফ রিপোর্টার :
সারাদেশের মতো ফেনীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হয়েছে।
সোমবার ফেনী পৌর চত্বর থেকে মিছিলযোগে বের হয়ে ফেনী সরকারী কলেজের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এ সময় ফেনী জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, ফেনী পৌরসভা, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, ফেনী সরকারী কলেজ ছাত্র সংসদ ফুলেল শ্রদ্ধা জানান।
উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌর মেয়র হাজী আলা উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, দপ্তর সম্পাদক এ কে শহীদ খোন্দকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমুখ।
অপরদিকে ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পালের নেতৃত্বে কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে ফেনী সরকারী কলেজের বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ।
একইদিন জেলা প্রশাসনের আয়োজনে সূর্য ডোবার পরপর শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলন ও সন্ধ্যায় কলেজ মিলনায়তনে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় এদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনাবাহিনীসহ এদেশীয় স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর-আল শামস বাহিনী পরিকল্পিতভাবে দেশজুড়ে বুদ্ধিজীবী হত্যায় নামে।
যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে।
১৯৭২ সালে প্রাথমিকভাবে এক হাজার ৭০ জন শহীদ বুদ্ধিজীবীর একটি তালিকা করা হয়। পরে আরও ১৫২ জন যুক্ত করে প্রাথমিকভাবে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে বর্তমান সরকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”