স্টাফ রিপোর্টার :
ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে তৃতীয় মেয়াদে দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খানকে শুক্রবার নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি। ওই দিন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাঁর নাম চূড়ান্ত হয়।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শুক্রবার বিকেলে দাপ্তরিকভাবে বিষয়টি জানিয়েছেন।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর জেলা আওয়ামী লীগের নেতারা জেলার দাগনভূঞা পৌরসভার জন্যও আগাম তিন জন করে প্রার্থীর তালিকা কেন্দ্রে প্রেরণ করেছেন বলেও জানান জেলা দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার।
ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় নমিনেশন বোর্ড দাগনভূঞা পৌরসভার মেয়র পদের জন্য একজন প্রার্থীর নাম ঘোষণা করেন।
দাগনভূঞা পৌরসভায় মেয়র পদের জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহম্মদ, সাধারণ সম্পাদক বর্তমান মেয়র ওমর ফারুক খান ও সাবেক ছাত্রলীগ নেতা মো. নুর ইসলামের নাম পাঠানো হয়েছে।
তরুণ রাজনীতিক ও মেয়র প্রার্থী পার্থী ফারক খান জানান, একজন আওয়ামী পরিবারের সন্তান হিসেবে ছোটকাল থেকে রাজনৈতিক ও সামাজিক পরিবেশে বেড়ে উঠেছি। আগামীতে ‘নৌকা’ প্রতীকে বিজয়ী হয়ে মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার উন্নয়ন-কর্মসংস্থান-নাগরিক সেবা এবং আর্থ-সামাজিকতা উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাবো।
তিনি বলেন, আমি সবাইকে নিয়েই এগোতে চাই। অতীতের ভুলভ্রান্তি পেছনে ফেলে সমৃদ্ধ দাগনভূঞা পৌর এলাকা গড়তে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে পৌরসভার সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ জানুয়ারী, বাছাই ২২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৭ জানুয়ারি। ২০২১ সালের ৩০ জানুয়ারি দাগনভূঞা পৌরসভায় ‘ইভিএম’-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









