সংবাদদাতা :
ফেনীর উন্নয়ন, সমস্যা, সম্ভাবনাকে তুলে ধরে মজলুম মানুষের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক ফেনী বার্তা নির্ভিক সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে কোন রক্ত চক্ষুকে ফেনী বার্তা ভয় করেনা। মামলা-হামলা, জেল-জুলুম, হুমকি-ধামকি ইত্যাদি দিয়ে ফেনী বার্তার অগ্রযাত্রাকে রুখে দেয়া যাবে না। ফেনী বার্তা ফেনীর সাংবাদিকতার বাতিঘর। সাংবাদিক তৈরীর কারখানাও।
বিগত ৩১ বছর ফেনীতে শতাধিক সাংবাদিক তৈরী করেছে সাপ্তাহিক ফেনী বার্তা, এ ক্ষেত্রে ফেনী বার্তা সাংবাদিকদের একটি পাঠশালাও, যারা বর্তমানে দেশে-বিদেশে অত্যান্ত সুনাম ও যোগ্যতার সাথে তাদের লিখনির কাজ চালিয়ে যাচ্ছেন।
বুধবার ফেনীতে একটি চাইনিজ হোটেলে ফেনী বার্তার প্রতিনিধি সম্মেলনে প্রতিনিধিরা তাদের বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
ফেনী বার্তার বর্ষীয়ান সম্পাদক ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মীর হোসেন মীরু’র সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার জহিরুল হক মিলনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন- ফেনী বার্তা’র সহকারী সম্পাদক খোরশেদ আলম বাবলু, সিনিয়র স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান (সোনাগাজী), অধ্যাপক কামরুল হাসান লিটন (ছাগলনাইয়া), এম. এ হাসান (পরশুরাম), ব্যবস্থাপনা সম্পাদক এম.এমরান পাটোয়ারী, ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দাগনভূঞা প্রতিনিধি এম. রহিম উল্যাহ বাবুল, স্টাফ রিপোর্টার মোল্লা মো. ইলিয়াছ (সদর), বিশেষ প্রতিনিধি এস. এ মামুন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাংবাদিক, কবি ও লেখক রেজাউল হক হেলাল, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক মোহাম্মদ আলী নসু (নেতা) প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু বলেন- সাপ্তাহিক ফেনী বার্তা একটি স্বপ্ন ও আদর্শ নিয়ে ১৯৯১ সালে তার প্রকাশনার যাত্রা শুরু করেছিল। চোখের ফলকে এটা কোন ফাঁকে যেন ৩১ বছরে পদার্পন করেছে ভাবতেও অবাক লাগে। আমার জানা মতে ১৯৯১-১৯৯৬ সাল কিংবা ২০০১ সাল পর্যন্ত সাংবাদিকতার একটা এথিক্স ছিল। সে এথিক্স পালন করে সংবাদ পরিবেশন করতে পেরেছি। স্বাধীন ভাবে লিখতেও পেরেছি।
আমাদের সংবাদ কর্মীদের লেখার বৈশিষ্ট্যতা এবং ভিন্নতার কারণে ফেনী বার্তার পপুলারিটি হয়েছে। বর্তমানে রাজনৈতিক চরম ক্রাইসিস চলছে। এর মধ্যে অনেক সাংবাদিক টোটাল্লী বেচা-কেনা হয়ে গেছেন। সেখানে আমাদের ফেনী বার্তার সাংবাদিকরা আমাদের আদর্শ নিয়ে নির্ভীক সাংবাদিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। সাংবাদিকতা হচ্ছে একটা সমাজ সেবা। আর সে সমাজ সেবা হচ্ছে “নিজের খেয়ে বনের মোষ তাড়ানো” আমি বিশ্বাস করি ফেনী বার্তার সাংবাদিকদের লেখার মান অনেক ধারালো। যাহা ফেনী শহরের অন্যান্য সাংবাদিকদের মাঝে দেখা যায় না।
সমাজের অবহেলিত মানুষের সুখ-দুঃখের কথা আমরা আমাদের পত্রিকায় তুলে ধরবো। বর্তমান রাজনৈতিক দূর্বৃত্তায়নের মধ্যেও আমরা জনগণরে আশা আকাংখার বিষয়টি মাথায় রেখে তা পত্রিকার পাতায় নির্ভীক এবং সাহসিকতার সাথে তুলে ধরবো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”