পরশুরাম প্রতিনিধি :
পরশুরাম উপজেলার সবচেয়ে গুরত্বপুর্ন সড়কেও দীর্ঘদিন ধরে অবৈধস্থাপনা নির্মান করে দেদারছে ব্যবসা বাণ্যিজ্য চালিয়ে গেলেও এসব অবৈধস্থাপনা উচ্ছেদে স্থানীয় প্রশাসনের এখন পর্যন্ত কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
পরশুরাম উপজেলা সড়কে প্রবেশপথেই রয়েছে ময়লা আবর্জনার বিশাল স্তুপ। গুরত্বপুর্ন সড়কের এমন নাজুক অবস্থা দেখে রাজনৈতিক নেতৃবৃন্ধ সহ বিভিন্ন মহল থেকে উপজেলা সড়কের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ইতিপুর্বে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হয়েছে।
জানা যায় উপজেলা প্রশাসনের দুপাশে রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। উপজেলায় সড়কে প্রবেশের গেইট সংলগ্ন দক্ষিণ পাশে অবৈধস্থাপনা নির্মাণ করে অবৈধভাবে আবুল খায়ের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
প্রশাসনের কোন পদক্ষেপ না দেখে উপজেলার সড়কে দক্ষিণপাশে আরো বেশ কযেকটি দোকান ঘর নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা যায়। আগামী কিছুদিনের মধ্যে উপজেলা সড়কের আরো ৭/৮টি দোকানঘর নির্মানের প্রস্তুতি নিয়ে রেখেছে অবৈধদখলকারী।
এর আগে দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার আহসান উদ্দিন মুরাদ উপজেলা সড়কের সোন্দর্য বন্দন করার লক্ষ্যে একটি বিশাল প্রকল্প দিয়ে বিভিন্ন জনসচেতনতামূলক অসংখ্য সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। উপজেলা সড়কের সোন্দর্যবন্দন করে নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিলেন। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধস্থাপনা উচ্ছেদ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তৎকালীন ইউএনও। বর্তমানে উপজেলা সড়ক ফুটপাত দখলবাজরা ওই সব সাইনবোর্ড রাতের আধারে সড়িয়ে ফেলে দেয়।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার জানান, উপজেলা সড়কের মত গুরত্বপুর্ন সড়কে কিভাবে অবৈধস্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শ্রীঘ্রই দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে এবং অবৈধস্থাপনা উচ্ছেদ করা হবে।
সদ্যবিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং জানিয়েছেন উপজেলা সড়কের অবৈধস্থাপনা নির্মানকারীর বিরুদ্ধে মামলা করতে ইতিমধ্যে পৌরভুমি অফিসকে নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান গত কয়েকমাস ধরে পরশুরাম বাজার সহ উপজেলার বেশ কয়েকটি স্থানে সরকারী খাস জমি সহ সরকারি জমি দখলের একাধিক ঘটনা ঘটছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









