স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে বরণ অনুষ্ঠান ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার ড. সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন-
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন ও ফেনী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
স্বাগত বক্তব্য রাখেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য নুরুল আবছার আপন।

এসময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্লাহ খোন্দকার, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারুল করির রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, পরশুরাম পৌরসভা চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মণি, সদস্য হাজী জামাল উদ্দিন, মাহবুবুল হক লিটন, ওমর ফারুক, ফারুক হোসেন, সফিকুল হোসেন মহিম, আবুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

শুরুতে ফেনী জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, নিজাম হাজারী এমপির মরহুম মাতা ও বড় ভাইসহ নাসিম চৌধুরীর মরহুম পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করে সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
প্রসঙ্গত; ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী গত ৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর চেয়ারম্যান পদ শূণ্য হয়ে পড়ে। গত ১০ ডিসেম্বর উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন খায়রুল বশর মজুমদার তপন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









