***১৮টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৯ জন***
স্টাফ রিপোর্টার :
আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ৫জন, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার শহরের জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা মো: নাছির উদ্দিন পাটওয়ারীর কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বিএনপি সমর্থিত প্রার্থী আলাল উদ্দিন আলাল, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইয়ামিন হাসান ইমন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সমর্থিত প্রার্থী গোলামুর রহমান আজম।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীরা নেতাকর্মীরা বিশাল বহর নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্ধী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভাকে আধুনিক শহর হিসেবে রূপান্তর করতে সচেষ্ট থাকবো। তিনি বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন মুখী গণতান্ত্রিক দল হল । নির্বাচন প্রক্রিয়ার শেষ সময় পর্যন্ত আমরা মাঠে থাকবো।
তিনি অভিযোগ করেন, বর্তমানে ফেনীতে জোর জবর-দস্তির রাজনীতি চলছে। বিএনপি দলীয় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়েছে সরকার দলীয় লোকজন। এছাড়াও পৌরসভার ১নং ওয়ার্ড থেকে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে দাঁড়াতে দেয়নি সরকার দল।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। যাচাই-বাছাই আগামী ৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি ও আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”