বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ও সাধারণ মানুষের জান-মান নিরাপত্তা বজায় রাখতে আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা মৃত্যুকে আলিঙ্গন করতেও পিছপা হবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত চক্র নানা ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে রুখে দিতে ফেনীতে আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ থেকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহ্বান জানান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল চট্টগ্রাম যাওয়ার পথে শনিবার (২ জানুয়ারী) ফেনী জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মহিপালে ফ্লাইওভারের নিচে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৎ, ন্যায়-নিষ্ঠ ও মানবতাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীতে বাংলাদেশে সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছেন। সততাই শক্তি, মানবতাই মুক্তিকে ধারণ করে আর ফেনীর যুবলীগ জনগণের দ্বারে দ্বারে সহায়তা পৌঁছে দিয়েছিল। যখন করোনা আক্রান্তদের পাশে মা-বাবা, নিকটাত্মীয়রা এগিয়ে আসেনি তখন ফেনীর যুবলীগ নেতাকর্মীরা দাফন-কাফনের ব্যবস্থা করেছে। তিনি করোনাকালীন সময়ে ফেনীর যুবলীগের কর্মকান্ডের প্রশংসা করেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট এদেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ক্ষমতায় থাকতে চায়। তারা স্বাধীনতা বিরোধী চক্র। পেট্রোল বোমা, সন্ত্রাসী, জঙ্গি হামলাসহ বিভিন্নসময় সাধারণ মানুষের ওপর তান্ডব চালিয়েছে। ফেনী জেলা একসময় সন্ত্রাসের জনপদ ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি জামায়াতের তান্ডবলীলা ও স্টীমরোলার চালিয়ে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আওয়ামী যুবলীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা, খুন ও পঙ্গুসহ শারীরিক নির্যাতন চালিয়ে বাড়ি-ঘর ছাড়া করেছিল। সেদিন আওয়ামী যুবলীগের যারা নেতৃত্ব দিয়েছিল তারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে যে সাহসিকতার পরিচয় দিয়েছিল তাদের ধন্যবাদ জানাই।
নিখিল বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাঁর বাসায় বিএনপি সন্ত্রাসী ও পুলিশ বাহিনীরা হানা দিয়েছিল। নিখিলের মা তাকে বাঁচানোর দুশ্চিন্তায় ব্রেন স্ট্রোক করে ৯ বছর ধুঁকে ধুঁকে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিল। এমনিভাবে সারাবাংলাদেশে যারা যুবলীগ করতো তাদের পরিবারের উপর বিএনপি-জামায়াত সন্ত্রাসী অসংখ্যবার হামলা-নির্যাতন করেছে।

পথসভায় ফেনী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত ফেনী পৌরসভার মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য কাজী মাসুদ রানা।
এ সময় ফেনী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের সহ-সম্পাদক শরীফ হাজারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, দাগনভূঞা উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদারসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









