স্টাফ রিপোর্টার :
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বিএনপি-জামায়াত চক্র পেট্রোলবোমা মেরে যেভাবে রাজপথে মানুষকে পুড়িয়ে মেরেছে, যানবাহন পুড়িয়েছে, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিলো তাতে ধানের শীষের প্রাথীরা নির্বাচনের অধিকার হারিয়েছেন। তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন।
সোমবার (০৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী ৩০ জানুয়ারী ফেনী পৌর নির্বাচনের প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধানের শীষের প্রার্থী যদি নির্বাচন করতে গিয়ে সাধারণ মানুষের কোন ক্ষতিকরার চেষ্টা করে তাদের কঠিন কঠোরভাবে দমন করা হবে।কারো প্রতি অসৎ আচরণ করা হয়, বোমাবাজি করা হয় তাহলে ফেনী জেলা ছাত্রলীগকে সাথে নিয়ে আওয়ামী লীগ রুখে দিবে। আর কোনভাবে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থীকে সন্ত্রাসের আশ্রয় না নিয়ে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচন করার কথা বলেন। কেউ যদি এর ব্যতিক্রম করেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন।
তিনি আশাবাদী ফেনী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী স্বপন মিয়াজী বিপুল ভোটে জয়লাভ করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করে। বিকেল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জের সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফেনীর সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফেনী সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী যুবলীগ এবং ফেনী জেলা ছাত্রলীগের সকল ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ, মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং করোনা ভাইরাস সংক্রমণে ফেনী জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মাতা এবং বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৯৭৩ সাল থেকে ফেনী জেলা ছাত্রলীগের দায়িত্বপালনকারী সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল, উত্তরীয় ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হয়।
এর আগে আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেলে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে মিছিলযোগে অনুষ্ঠানস্থলে যোগ দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”