স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনার বাহক হিসেবে যুবলীগ কাজ করছে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব।
বুধবার (৬ জানুয়ারি) বিকালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজীব চৌধুরী বলেন, ফেনী জেলা যুবলীগ সাংসদ নিজাম হাজারীর নেতৃত্বে সরকারের উন্নয়ন সহযোগী ভূমিকা পালন করছে।
বক্তব্যে তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে এ এলাকার বীর সন্তানরা অকুতোভয় ছিলেন। তাঁরা জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে ঐতিহাসিক মিয়াজান ঘাটে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ফেনীবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি কামাল মোর্শেদ, নুরুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু।
স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাচ্চু মেম্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব সভায় বক্তব্য রাখেন।
স্থানীয় যুবলীগ সূত্র জানায়, কর্মীসভায় ইউনিয়নের ১ হতে ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন