স্টাফ রিপোর্টার :
দাগনভূঞায় মঞ্জুরা বেগম গোল্ডকাপ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র ওমর ফারুক খান। মায়ের আঁচল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শনিবার পৌরসভার ৫নং ওয়ার্ড জগতপুরে একটি স্থানীয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেয়র ওমর ফারুক খান তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ক্ষুধা-দারিদ্র্য ও মাদকমুক্ত সমাজ তথা দেশ গড়তে খেলাধুলা ও ক্রীড়া চর্চা বাড়াতে হবে। শুধু মুখে না বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে খেলাধুলা চর্চায় নিয়োজিত রাখতে সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। কেননা মাদক সমাজের অবক্ষয়। মাদকাসক্ত হয়ে পড়লে আপনার বা প্রতিবেশীর কারো সন্তান নিরাপদ নয়। তাই নিরাপদ ও সুন্দর আগামী প্রজন্ম গড়তে হলে মাদকমুক্ত সমাজ গড়া জরুরি। মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। মাদক নির্মূলে স্ব-স্ব অবস্থানে ঐক্যবদ্ধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, দাগনভূঞা ক্রিকেট একাডেমীর সভাপতি ওমর শরীফ খান, সাধারণ সম্পাদক ডা. সাহাব উদ্দিন ও মায়ের আঁচল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক আজিজ খাঁন। এছাড়াও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ, আশপাশের বিপুল সংখ্যক দর্শক ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বদরপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ও মানিকপুর ক্রিকেট একাদশ রানার্স আপ হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”