স্টাফ রিপোর্টার :
ফেনীর পরশুরাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে হুমকিধামকি ও হামলার অভিযোগ করেছে পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ ও সদস্য সচিব মাহবুবল হক মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়-পৌর নির্বাচনকে কেন্দ্র করে পরশুরামে বিএনপি নেতাদের ওপর হামলা, হুমকি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর হয়েছে।
এতে বলা হয়, পরশুরাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের ওপর হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। এছাড়া গত কয়েক দিনে পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজের বাড়ীতে বার বার খোঁজাখুঁজি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়করোকন উদ্দিন ভূঁঞা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আবছার চৌধুরীকে হুমকিধামকি,মির্জানগর যুবদল নেতা জাকির হোসেনের দোকানে হামলা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামকে মারধর করা হয়। নির্বাচনকে একতরফা করতেই এ ধরনের হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। নেতৃদ্বয় এতে উদ্বেগ প্রকাশ করেন, নিন্দা জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বিএনপি নেতাকর্মীদের ওপর এ হামলা, ভাংচুর ও মারধরের বিষয়ে জানতে চাইলে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, তিনি এ ধরনের কোন অভিযোগের কথা শুনেন নি। বিএনপি নিজেরাই দুই ভাগে বিভক্ত। তারা নিজেরাই মারামারি করে। তিনি অভিযোগ অস্বীকার করেন।
প্রসঙ্গত- আগামী ১৪ ফেব্রুয়ারি পরশুরাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ১৭ জানুয়ারি মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন। ইলেকট্রনিক ভোটিং যন্ত্রের (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









