শহর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফেনী পৌর শাখার সভাপতি রফিকুল ইসলাম ভূঞার পিতা ফেনী শহরের উকিল পাড়া ভূঞা বাড়ি নিবাসী হাজী আবদুল লতিফ ভূঞা (৮৫) শনিবার বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, সাত মেয়ে, স্ত্রী ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
একইদিন বাদ জোহর ফেনীর মিজান ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সাংগঠনিক সম্পাদক ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী ও ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুসহ মরহুমের আত্মীয় স্বজন ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফেনী পৌর শাখার সভাপতি রফিকুল ইসলাম ভূঞার পিতা হাজী আবদুল লতিফ ভূঞার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ফেনী জেলা যুবলীগ ও ফেনী পৌর যুবলীগ। গতকাল শনিবার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারীর স্বাক্ষরিত এক শোকবার্তায় উল্লেখ করেন, মরহুমের মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
অপর এক শোকবার্তায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফেনী পৌর শাখার সভাপতি রফিকুল ইসলাম ভূঞার পিতা হাজী আবদুল লতিফ ভূঞার মৃত্যুতে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুসহ পৌর কমিটির নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতবাসী করেন সে দোয়া করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









