স্টাফ রিপোর্টার :
ফেনীতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ রোববার কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার । এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, হারুনুর রশিদ মজুমদার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ফেনী জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল উপ কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে উল্লেখ করেন- ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কিউট হ্যান্ডবল লীগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আজ রোববার দুপুর ২.৩০ মিনিটে।
আরো উল্লেখ করেন- ফেনীতে অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পৃষ্ঠপোষকতায় কিউট হ্যান্ডবল লীগ ২০১৭ খেলায় চারটি গ্রুপে ক গ্রুপে- ভোরবাজার ক্রীড়া চক্র, রৌশনাবাদ ক্রিকেট একাদশ, রামপুর ক্রীড়া চক্র ও বি,এস, ক্লাব, খ গ্রুপে- টাউন ক্লাব, জুনিয়র সকার, সকার ক্লাব ও বিরিঞ্চি সূর্যমুখী সংসদ, গ গ্রুপে- লিভার পুল ক্লাব, ব্রাদার্স ক্লাব ও দাগনভূঁইয়া স্পোর্টিং ক্লাব, ঘ গ্রুপে- ফেনী ক্রীড়া চক্র, এন আমিন ক্রীড়া চক্র, রামপুর বয়েজ ক্লাব ও মুক্ত বিহঙ্গ মোট ১৫টি ক্লাব অংশগ্রহণ করছে। আগামী ১মার্চ এ লীগের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
এ সময় ফেনীর কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন