স্টাফ রিপোর্টার :
ফেনীতে আখেরী মোনাজাতে লাখো লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে মুসলিম উম্মার শান্তি কামনা করে তিন দিনের আঞ্চলিক ইজতেমা শনিবার দুপুরে সমাপ্ত হয়েছে।
তাবলীগ জামাতের আয়োজনে ও আহালে সুরার তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার থেকে ফেনী শহরের অদুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-কুমিল্লা পুরাতন সড়কের পাশে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুরের মাঠে তিন দিনব্যাপি আঞ্চলিক এ ইজতেমা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় লাখো মুসল্লীর উপস্থিতিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের প্রধান মুরুব্বি মাওলানা মোহাম্মদ যোবায়ের।
তিন দিনের ইজতেমায় বিভিন্ন সময়ে দেশী-বিদেশী ১২জন আলেম বয়ান করেন।
ইজতেমার শেষ দিন আখেরী মোনাজাতে অংশ নিতে ফেনী জেলা ছাড়াও আশেপাশের চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, পার্বত্য খাগড়াছড়ির রামগড়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, কুমিল্লা সদর দক্ষিন, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসাম থেকে লোকজন সমবেত হয়।
ইজতেমায় মহিলাদের জন্য কোন ব্যবস্থা না থাকলেও হাজারো মহিলা ইজতেমা প্যান্ডেলের আশেপাশের বাড়িতে অবস্থান নিয়ে বয়ান শোনেন এবং আখেরী মোনাজাতে অংশগ্রহন করেন।
ফেনীর এ আঞ্চলিক ইজতেমায় ভারত, সুদান, মরক্কো, ফিলিপাইন, ওমান, তিউনিশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়া, নেদারল্যান্ড, স্পেনসহ ১২টি দেশের ৫৭জন প্রতিনিধি এ তাবলিগ জামাতের ইজতেমায় অংশ নিয়েছেন।
শান্তিপূর্ন ও সফলভাবে তিন দিনের আঞ্চলিক ইজতেমা সমাপ্ত হওয়ায় ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, তাবলীগ জামাতের পক্ষে মাওলানা নুর উদ্দিন আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিন দিনের ইজতেমা মাহফিল অনুষ্ঠানে তাবলীগ জামাত ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রত্যক্ষ সহায়তা ছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”