স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে ফেনী পৌরসভার নির্বাচনে আগামী ৩০ তারিখ সারাদিন নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) রাত ৯টায় ফেনীর ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ভোট হচ্ছে পবিত্র আমানত, তা খেয়ানত করা যাবে না’। আগামী ৩০ তারিখ পৌরবাসী ঈমাণী দায়িত্ব নিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে সঠিক জায়গায় প্রয়োগ করবেন।
তিনি দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সভার উদাহরণ টেনে বলেন, ফেনীতে এ শীতের রাতে সববয়সী মানুষের সর্বোচ্চ উপস্থিতির জন্য আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ডের ধন্যবাদ ও প্রশংসা করেন।
তিনি বলেন, বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান ওবায়দুল কাদের এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। পৌর নির্বাচনে নৌকার প্রার্থী স্বপন মিয়াজীকে বিজয়ী করলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফেনীবাসীর সাথে থাকবেন তা স্পষ্ট জানিয়েছেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হেসেন, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন মহি।
পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীমের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, যুগ্ম সম্পাদক আবদুল করিম, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ খোন্দকার, বীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন ফিরোজ, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা ও পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু।

পথসভায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









