আবু ইউসুফ মিন্টু :
পরশুরামে মোটর সাইকেল চোর সনাক্ত হবার পরও পুলিশ চোর ধরছেনা, প্রতিনিয়ত হোন্ডা, সিএনজি, দোকান চুরি হচ্ছে, কিন্তু পুলিশ কোন ধরনের প্রদক্ষেপ নিচ্ছেনা। আগামী এক সপ্তাহের মধ্যে চোর ধরতে না পারলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
রোববার সকালে এক সুধী সমাবেশে পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল এসব কথা বলেন।
মেয়র সাজেল চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগ থেকে কখনো কোন মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর জন্য সুপারিশ করা হয়নি। ভবিষ্যতেও করা হবেনা তাই পরশুরামকে মাদক মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহীনিকে জোরালো ভুমিকা রাখার আহবান জানান।
সাজেল চৌধুরী জানান প্রত্যেকটা ওয়ার্ডে যে সব সমস্যা রয়েছে অবকাঠামোগত সহ সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। ইতিপূর্বে রাস্তা,পুল কাল ভার্ট, শতভাগ বিদ্যুতায়ন সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ভবিষ্যতে আরো উন্নয়ন করে পরশুরাম পৌরসভাকে একটি মডেল পৌরসভা করা হবে। পরশুরাম বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা ড্রেনেজ ব্যাবস্থা করা, পুরা এলাকায় সড়কবাতি লাগানো সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করে বাজারকে একটি মডেল বাজার করা হবে।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল বলেন তৃতীয় মেয়াদে পরশুরামকে শতভাগ মাদকমুক্ত করা হবে।
বিজিবির প্রতি অনুরোধ জানান শুধু মাদক নয় ভবিষ্যতে যেন মাদক চোরাকারবারীদেরকেও ধরা হয়।
সাজেল চৌধুরী বলেন বেশকিছু দিন ধরে পরশুরামে গনহারে চুরির ঘটনা ঘটছে। ব্যাপক হারে মোটর সাইকেল চুরি হচ্ছে। সিসি ক্যামেরার হোন্ডা চোরের ভিডিও ফুটেজে চোর সনাক্ত হবার পরও পুলিশ চোর ধরছেনা, কোন এ্যাকশনে যাচ্ছেনা।
পরশুরাম থানা পুলিশের উদ্দেশ্য মেয়র বলেন আপনারা মোটর সাইকেল চোর সনাক্ত হবার পরও কেন ধরছেননা তা রহস্যজনক। মোটর সাইকেল চোরকে কেন কাকে খুশি রাখতে ধরছেননা। মেয়র তার বক্তব্য জানতে চান একটি সভা থেকে গাড়ী চুরি হয়েছে৷ চোর সনাক্ত হয়েছে তবুও চোরকে ধরা হচ্ছেনা, গাড়ীও উদ্বার হচ্ছেনা। পুলিশ কি চুরি ডাকাতি বন্ধ করতে চান, নাকি চোরকে লালন পালন করছেন। আগামী এক সপ্তাহের মধ্যে হোন্ডা চুরি ও দোকান চুরি বন্ধ না হলে এবং চোর ধরতে না পারলে কঠোর প্রদক্ষেপ নেয়া হবে বলে হুশিয়ারী দেন।
রবিবার সকালে পৌর মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেন কর্মকর্তা ডাক্তার আবদুল খালেক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইন্দ্রোজিত ঘোষ, মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার,পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আলা উদ্দিন,বাজার বনিক সমিতির সভাপতি আবু তালেব মজুমদার, যিবলীগ সভাপকি ইয়াছিন শরীপ মজুমদার, সাধারণ সস্পাদক সফিকুল হোসেন মহিম, বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









