স্টাফ রিপোর্টার :
ফেনী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ছাড়া বাকি চার প্রার্থীর কারোই জামানত টিকবে না।
জামানত বাজেয়াপ্ত হতে যাওয়া মেয়র প্রার্থীরা হচ্ছেন, ধানের শীষ প্রতীকের বিএনপির মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল, জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন (লাঙ্গল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) তারিকুল ইসলাম (সিংহ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. গোলামুর রহমান আজম (হাত পাখা)।
নির্বাচন বিধিমালা অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক অংশের নিচে পেলে যেকোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারী জানান, ফেনী পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ৬৬২ জন।
মোট ভোট দেন ৭২ হাজার ৬শ’ ৫৩ জন। নির্বাচনে ভোট পড়েছে ৭৯.২৬ শতাংশ।
এরমধ্যে ৬শ’ ১৪টি ভোট বাতিল করা হয়। বৈধ ভোট মধ্যে ৭২ হাজার ৩৯টি।
অর্থাৎ জামানত ফিরে পেতে হলে প্রার্থীকে ৫ হাজার ৭৬৩ ভোট পেতে হবে।
মোট প্রদত্ত ভোটের মধ্যে নৌকা প্রতীকে স্বপন মিয়াজী একাই পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট, ধানের শীষ প্রতীকে আলাল উদ্দিন আলাল পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট, ইয়ামিন হাসান ইমন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২১০ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলামুর রহমান আজম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫১ ভোট এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থী তারিকুল ইসলাম সিংহ প্রতীকে পেয়েছেন ৩২০ ভোট। এদের মধ্যে স্বপন মিয়াজী ছাড়া আর বাকী চার প্রার্থীই জামানত হারাচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ভোটের ফলাফলের গেজেট হলেই কম ভোট পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









