স্টাফ রিপোর্টার :
পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টো বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় সোমবার ছাত্রলীগ নেতা মো. বিপুল জামিন পেয়েছেন। আসামী ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের বিচারক আসসামস জগলুল হোসেন তাঁর জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত ২৬ জানুয়ারি অপর দুই আসামী জামিন লাভ করেন।
বিবাদী পক্ষের আইনজীবী আহাম্মদ সুলতান শাহরিয়ার কবির জানান, দুই আসামী গত ২৬ জানুয়ারি সাইবার ট্রাইবুনালের আদালতের হাজির হয়ে জামিন লাভ করেন। অপরজন মো. বিপুল গতকাল সোমবার আদালতে হাজির হলে জামিন পান।
জামিন পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন, মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ মামুন লিংকন, মির্জানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বিপুল এবং সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানের কমর্রত সাইফ উদ্দিন স্বপন।
জানা যায়, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টো ফেসবুকে অপপ্রচার ও কুৎসা রটনার অভিযোগ এনে একই ইউনিয়নের সাবেক তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঢাকার ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনাল আদালতে ০৯/০৯/২০২০ খ্রিঃ একটি মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পরশুরাম থানার পুলিশকে নির্দেশ দিলে পরশুরাম থানার এসআই রেজাউল জাব্বার গত ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। গত ২৮ অক্টোবর পুলিশের প্রতিবেদনের উপর শুনানী হয়েছে।
সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অভিযুক্ত তিন ছাত্রলীগ নেতাকে গত ২৬ জানুয়ারি আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয় জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
বিবাদী পক্ষের আইনজীবী আহাম্মদ সুলতান শাহরিয়ার কবির জানান, আদালতে বাদী পক্ষের আইনজীবী তিনজনের জামিনের বিরোধীতা করেন, তবে আদালতে অভিযুক্তদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
স্থানীয় ইউপি মেম্বার ও যুবলীগ সভাপতি ফজলুল বারী মনছুর সোমবার দুপুরে জানান, গত বছরের ১৫ আগষ্টের জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জামায়েতের আমিরকে প্রধান অতিথি করায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাদের সাথে চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোর বিরোধ দেখা দেয়। তাঁর জের ধরেই ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকায় মামলা দায়ের করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









