***এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১০ হাজার লোক***
সুরঞ্জিত নাগ :
সারাদেশে জাতীয়ভাবে শুরু হওয়া টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে করোনা ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে ফেনীতেও ১০ হাজারের বেশি মানুষ ‘সুরক্ষা’ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেছেন। আজ রোববার ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের আটটি, পাঁচ উপজেলায় দুইটি করে ১০টি ও ফেনী পুলিশ লাইনে একটিসহ মোট ১৯টি বুথে করোনা টিকা প্রদান করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, সকাল ৮টা থেকে টিকাদান কার্যক্রম শুরু করার কথা থাকলেও রোববার সকাল ১০টায় ফেনী জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী পিপিএম বিপিএম বার, জেলা সিভিল সার্জন ডা. মোবারক হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছেন।
এদিকে রোববার যাঁরা টিকা নেবেন, তাঁদের কাছে শনিবার বিকেলের মধ্যে মুঠোফোনে খুঁদে বার্তা পৌঁছে গেছে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁঞা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিকা গ্রহণে নিবন্ধিতদের তালিকা প্রতিটা টিকাদান কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখান থেকে কে কবে টিকা গ্রহণ করবেন তা কেন্দ্রই নির্ধারণ করবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে পারবেন নিবন্ধিতরা।
জেলায় ৪৮ হাজার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। অগ্রাধিকার পাওয়া ব্যক্তিদের পাশাপাশি ৫৫ বছরের বেশি বয়সের মানুষকে টিকা দেয়া হবে। তাঁদের নিবন্ধন কার্যক্রম চলছে। টিকা প্রয়োগের জন্য ইতোমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। টিকা প্রদানের ক্ষেত্রে করোনা সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। অগ্রাধিকার পাওয়া ব্যক্তিদের পাশাপাশি ৫৫ বছরের বেশি বয়সের মানুষকে টিকা দেওয়া হবে।
অপরদিকে রোববার সকাল ১০টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। পরে সকাল ১১টায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুপুর ১২টায় পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।
জেলা ইপিআই তত্ত¡াবধায়ক মো. সিরাজ উদ্দিন জানান, ফেনী সদর হাসপাতালে প্রতিটি বুথে ১৫০ জনকে টিকা দেয়া সম্ভব হবে। এ হিসেবে জেলায় প্রতিদিন টিকা দেয়া যাবে ২ হাজার ৮৫০ জনকে। চাহিদা থাকলে বুথ আরও বাড়ানো হবে বলেও তিনি জানান। নিরাপদে ও নির্বিঘেœ টিকা দিতে প্রতিটি বুথে একজন টিকাদানকারী ও দুইজন স্বেচ্ছাসেবক কর্মরত থাকবেন।
গত ৫ ফেব্রুয়ারি থেকে ‘সুরক্ষা এ্যাপসের’ মাধ্যমে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। মোবাইল নম্বর ও এনআইডি দিয়ে যাঁরা নিবন্ধন করেছেন নিবন্ধনকারীরা মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জেনে যাবেন কে কখন কোথায় টিকা নিবে।
সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, অন্য জেলার ন্যায় ফেনীতেও ভ্যাকসিন দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল সরঞ্জামসহ ভ্যাকসিন প্রতিটি টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে। প্রশিক্ষণ শেষে কর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, টিকা নিতে ভয়ের কোন কারণ নেই। এ টিকা পরীক্ষিত। তিনি নিজেও আজ টিকা নিবেন বলে জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









