স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অপ্রতিরোধ্য গতি আজ বিশ্ববাসীকে বিস্মিত করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময় বলে মন্তব্য করেছেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা। তিনি আরও বলেন, ছয়টি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন।
রোববার ৭ ফেব্রুয়ারী, ফেনীর সোনাগাজী নবাবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাহান আরা বেগম সুরমা বলেন, আজ কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের কাছে উন্নততর অবস্থায় পৌঁছেছে। দেশের মানুষের কাছে করোনা টিকা সহজলভ্য হয়ে পড়েছে। সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনা টিকা গ্রহণ করছেন সাধারন মানুষজন।
নারী জাগরণ, নারী ক্ষমতায়নসহ দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, এটা অতীতে কেউ কল্পনাও করতে পারেনি যে কীভাবে তার জাদুকরী নেতৃত্বে একটি দেশ অনেক বেশি উচ্চতায় পৌঁছে যেতে পারে। ভাল নেতৃত্বের কারণেই এটি সম্ভব বলেও জানান তিনি। অনন্য উচ্চতায় বাংলাদেশ পৌঁছে গেছে একটি নেতৃত্বের কারণে। শেখ হাসিনা থাকলে বাংলাদেশে কোথায় পৌঁছে যেতে পারে, তা আজ প্রমাণিত। শেখ হাসিনা বাঙালী জাতির জন্য আশীর্বাদ। তিনি এ সময় আরও বলেন, যারা দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায়, বিভিন্ন ষড়যন্ত্রে দেশ-বিদেশে লিপ্ত রয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাদের যেকোন মূল্যে প্রতিরোধ করতে হবে।
উপজেলার ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন আক্তার স্বপ্নার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জোবেদা নাহার মিলি। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম শাহীন।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন।
অনুষ্ঠানে মহিলা আওয়ামীলীগের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে নৃত্য পরিবেশন করে নজরুল একাডেমীর শিল্পীরা।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নাজনীন আক্তার স্বপ্নাকে সভাপতি, কোহিনুর আক্তারকে সাধারণ সম্পাদক, খালেদা আক্তার ও সাফিয়া আক্তারকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক পদে ইসরাত জাহান ইমা ও সাংগঠনিক সম্পাদক পদে নাসিমা আক্তারের নাম ঘোষণা করা যায়। নব-নির্বাচিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন জেলা নেতৃবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন