স্টাফ রিপোর্টার :
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির দুই পক্ষ পৃথক পুষ্পস্তবক অর্পন করেন। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে একটি পক্ষ পুষ্পস্তবক অর্পন করে।
এসময় ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক এম.এ খালেক, এয়াকুব নবী ও আলাউদ্দিন গঠনের নেতৃত্বে অপর একটি অংশ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একুশে ফেব্রুয়ারি ভোরে প্রথমে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে একটি অংশ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর প্রায় ঘন্টাখানেক পর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে অপর একটি পক্ষ পুষ্পস্তবক অর্পন করে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আলাদাভাবে পুষ্পস্তবক অর্পন করলেও ফেনীতে বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছে। আহবায়কের সাথে আজকেও আমার সাক্ষাত ও দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা বিএনপি আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও ছাত্রদলসহ আমাদের সব অঙ্গ-সংগঠন একসাথে ফুল দিতে গেলে শহীদ মিনারে ভীড় হবে। মহিলাদল নেত্রীরা ভীড়ে বিব্রতকর অবস্থায় পড়তে পারে বিধায় আমরা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। তবে আমাদের মাঝে কোন বিরোধ নেই।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









