স্টাফ রিপোর্টার :
‘হে কবি! নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?’-কবি সুফিয়া কামালের ভাবার্থের মতোই যেন এবারের বসন্ত উদযাপন। করোনা মহামারীর কারণে প্রতি বছর বসন্ত উদযাপন করা হলেও এ বছর কোন ধরনের আয়োজন ছিলনা ফেনীতে। প্রকৃতির ভালোবাসা টানেই মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে বর্ণিল আয়োজনের মধ্যে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে গান, নৃত্য, আতশবাজির আলোক স্ফূরণের মধ্য দিয়ে ‘বসন্ত আড্ডা’ অনুষ্ঠানটি আনন্দমেলায় পরিণত হয়। ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যানারে অনুষ্ঠানটি নামাঙ্কিত হলেও ‘বসন্ত আড্ডায়’ মূল কান্ডারি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরনবী,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও স্বাগত বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আজগর আলী, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব, ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সহকারী পুলিশ সুপার খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, ফেনী সদর সার্কেল আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ এন এম নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সিনিয়ল সহ-সভাপতি মো. মুজিবুল হক রিপন, কেবিএম জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, আবদুল মোতালেব হুমায়ুন, জহির উদ্দিন চৌধুরী মুকুট, বাহার উদ্দিন বাহার, আবুল হাসেম, আলহাজ্ব হারুন অর রশিদ মজুমদার, আশ্রাফুল আনোয়ার শিমুল, ফুটবল রেফারী তৌহিদুল ইসলাম তুহিন, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর মোহাম্মদ মানিক, সাইফুর রহমান সাইফু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর কুমার দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক কায়েস চৌধুরী, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।
বক্তারা বলেন, ফেনীতে একটি ইউনিয়নে এত সুন্দর পরিবেশ যা অন্য কোথাও দেখা যায় না। এর জন্য অতিথিরা প্রশংসা করেছেন আয়োজক ও বালিগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ শুসেন চন্দ্র শীলকে। কর্মময় জীবনে এধরনের সুন্দর আয়োজনের জন্য বেশ প্রশংসিত হয়েছেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন। তারা মনে করেন, এসব আয়োজন মানুষের মানসিক বিকাশ ঘটায়।
জমজমাট এ আড্ডা শেষে অতিথিদের হাতে ভাষার মাস উপলক্ষে মূল্যবান বই উপহার তুলে দেয়া ও শিশুদেরকে পুরস্কার প্রদান করা। শেষ লগ্নে বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র-তে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন।
মুখরোচক খাবার ছিল বসন্ত আড্ডায়
বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘বসন্ত আড্ডায়’ ছিল মুখরোচক খাবার। যা অনুষ্ঠানের আরো একটি ভিন্ন মাত্রা যোগ করেছিল। গ্রামীণ পরিবেশের আদলে ছন পাতার ছানি দেয়া কুঁড়েঘরে পাঁচটি স্টলে পাওয়া যায় কফি, চিকেন কাবাব, ফিস কাবাব, হাঁস মাসালা, চিকে মমো, ফুসকা, চটপটি, হাওয়াই মিঠাই, ডিম চিতৈই পিঠা, খোলা পিঠা, ভাপা পিঠা, টফি, টক বরই, বরই, কমলা, আপেল, খেঁজুর, শশা, পিঠা ও ঝাল লাউ।
আড্ডায় আমন্ত্রিত অতিথিরা যে যার মতো যা লাগবে তা বললেই মিলছে এসব নানা মুখরোচক খাবার। অনুষ্ঠান স্থলের প্রতিটি আয়োজনই ছিল মনোমুগ্ধকর ও আলাদা ভালোলাগা জুড়েছিল। এমনটি মন্তব্য করেছেন অতিথিবৃন্দ।
স্টলঘুরে জানা যায়, মুখরোচক খাবারগুলোর মধ্যে ফিস কাবাব একশত প্লেট, হাঁস মাসালা ৭৫ প্লেট ও চিকেন কাবাব ১০০ পিস, ৭৬ প্লেট চটপটি, ১৯১ প্লেট ফুচকা, নেপালি চাইনিজ চিকেন মমো ৩৪২ পিস, ১৫৬ পিস হাওয়াই মিঠাই ও একশত ৫১ পিস ডিম চিতৈই পিঠা পরিবেশন করা হয়। এছাড়া আট রকমের ভর্তা দেয়া হয়
পরিবেশন করা হয় ডিম চিতৈই পিঠা ও চিতল পিঠা।
গানে ও নৃত্যে মাতিয়ে রাখে :
বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘বসন্ত আড্ডায়’ গান ও নৃত্যে মাতিয়ে রাখে দর্শকদের গুণী শিল্পীবৃন্দ। আর্য সাংস্কৃতিক কেন্দ্র, ফেনীর কণ্ঠশিল্পী মিথিলা মল্লিক ভাষার মাসে দেশের গান- ‘এই বাংলার মাটিতে জন্ম আমায় দিও’ গায়কী দিয়ে শুরু করলেও পরে বেশ কয়েকটি আধুনিক গানের ঝুঁড়ি মেলে ধরে- যেমন ‘এই লগন গান শোনাবার’, ‘মধু মালতী ডাকে আয়’ ও ‘খাঁচা ভেঙ্গে উড়ে গেলে হবে অচেনা’।
এরপর মঞ্চে আসে নুসরাত জাহান। তিনি পরপর দুটি ফোক গান করে- ‘বসন্ত বহিল সখী কোকিলা ডাকিলরে’ ও দে দে পাল তুলে দে’। ফেনীর প্রবীণ শিল্পী শান্তি চৌধুরী গেয়ে যান ‘আমায় একজন সাদা মানুষ দাও’ এবং ‘ও গালের গোলাপে’।
আর্য সাংস্কৃতিক কেন্দ্রের কন্ঠশিল্পী চৈতি দে ‘এ এমন পরিচয়’ ও ‘ওরে সাম্পানওয়ালা’ সিনিয়র আর্টিষ্ট শিলা দাস ‘রঙ্গবতী’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ কন্ঠশিল্পী আরিফ ‘পুতুলের মতো করে সাজিয়ে’, ও তনুশ্রী ‘বসন্ত বাতাসে সই গো’ এর গানটির মধ্য দিয়ে গানের পর্ব শেষ হয়।
গানের ফাঁকে ফাঁকে পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, ফেনীর নৃত্যশিল্পী ও শুভ এর নেতৃত্বে নৃত্য শিল্পীদের পরিবেশনার মুগ্ধতার জবাব দেন দর্শকরা হাততালি দিয়ে। এরপর আতশবাজির আলোক স্ফুরণে রাতের আকাশে বর্ণিল আলোকচ্ছটায় ভরে উঠে।
অপরদিকে বসন্ত আড্ডারস্থল ছিল এক নৈসর্গিক পরিবেশ। বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে পুকুরের সান বাঁধানো ঘাট, পূব-পশ্চিম পাশে গাঁদা, সিলভিয়াসহ বিভিন্ন ফুলের সমারোহ। পুকুরের মাঝে ফোয়ারায় রঙ্গিন বর্ণের আলো, প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার, তার সামনে বঙ্গধারা নামে আকর্ষিত ‘ঝর্ণা’। মাঠের উত্তর পাশে কুঁড়েঘর থেকে বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে মাঠের মাঝে বৈঠকখানায় আটটি করে চেয়ারে আড্ডা ও গরম-গরম ও ধোঁয়া উঠা সুস্বাদু খাবারে মজে থাকে অতিথিরা।
এছাড়াও বিদ্যালয়ের প্রবেশের মুখে বাম পাশ ঘেঁষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ছবি খচিত ফ্রেম। মাঠের পূর্ব মাঝখানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি খচিত ফ্রেম।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”