স্টাফ রিপোর্টার :
ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে তিনি চার কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির মোয়াজ্জেম হোসেন শিকদার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল মমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, উপজেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী।
বক্তব্য রাখেন- কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল করিম খোন্দকার ও বক্তব্য রাখেন দক্ষিণ বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম।
এছাড়াও বক্তব্য রাখেন- শিক্ষার্থী নুজহাত তাবাসসুম ও সাকিবুল ইসলাম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলেজ সুত্র জানায়, শিরীন আখতার এমপি দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন পুকুরের গার্ডওয়াল, ঘাটলা, ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের তোরণ নির্মানে অর্থ বরাদ্দ দেন। এছাড়াও কলেজের সংস্কার কাজ সম্পন্ন করার জন্য তিনি অসংখ্য বার বরাদ্দ দিয়েছেন।

শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ও প্রাথমিক বিদ্যালয়ের ৭৪ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনদ্বয়ের ফলক উম্মোচন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









