আবু ইউসুফ মিন্টু :
পরশুরাম বাজারে একরাতে ফের চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে চুরির এসব ঘটনা ঘটেছে।
পরশুরাম বাজারের কলেজ রোডের ” মোবাইল জোন” এর স্বত্ত্বাধিকারী রেজাউল করিম জানান, তার দোকানে সার্টারের তালা ভেঙে ২৫টি স্মার্টফোন,১৫ টি ১১১০ মডেলের ও ১৪ টি ৩৩১০ মডেলের নরমাল ফোন নিয়ে যায় চোরের দল। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়াও একই সময় “রাব্বি ট্রেডার্স” এর স্বত্বাধিকারী পরশুরাম পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদ খোন্দকারের দোকানে তালা ভেঙে বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছে।
এর আগেও পরশুরামে বিভিন্ন স্থানে থেকে কয়েকটি সিএনজি, মোটরসাইকেল চুরি, দোকান, সরকারি কর্মকর্তার মোটর সাইকেল, মোবাইল,গরু ও কমিউনিটি সেন্টারের পানির মোটর,ক্রোকারিজ মাল,বৈদ্যুতিক পাখা,সিএনজির ব্যাটারি সহ উল্লেখযোগ্য কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।
এনিয়ে অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভায় ক্ষোভ প্রকাশ করে অনেকবার বাজার বনিক সমিতি এবং উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছে।কিন্তু এতকিছুর পরেও কোন প্রতিকার পাওয়া যায় নি। চুরি ঠেকাতে পুলিশ কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
কিছুদিন আগে এক সুধি সমাবেশে পৌর মেয়ের নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল পরশুরাম বাজারে পরপর দুধর্ষ চুরির ঘটনায় পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বারবার চুরির ঘটনার প্রতিকার চেয়েছিলেন কিন্তু পৌর মেয়েরের আল্টিমেটাম ও জনপ্রতিনিধিদের আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ প্রকাশের বিষয় দেখা গেলেও এইসব বিষয় নিয়ে যেন পুলিশ প্রশাসন নিরব রয়েছে।
পরপর আশংকাজনক চুরির ঘটনায় পরশুরাম বাজারের ব্যবসায়ীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসায় নিয়ে চিন্তিত আছেন।কখন চুরের কবলে পরতে হয় তাদের ব্যবসায় প্রতিষ্টানকে? এভাবে চলতে থাকলে ব্যবসায় গুটিয়ে বাড়ি চলে গিয়ে নাখেয়ে থাকতে হবে বলে শংকায় আছেন অনেকেই। এনিয়ে ব্যবসায়ীরা বাজার বনিক সমিতি, বাজার নাইড গার্ড সহ পুলিশ প্রশাসনকে অভিযুক্ত করছেন। বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা বাজার নাইড গার্ড জোরদার সহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









