স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় মহিলা আওয়ামী লীগের আয়োজনে ‘মুক্তিযুদ্ধে নারীর অবদান, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার ফেনীর একটি গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
কর্মশালা উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
ফেনী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোৎস্ননা আরা বেগম জুসির সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সরকারী জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার, ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রোকসানা আক্তার স্বপ্না, জাতীয় মহিলা সংস্থার ফেনীর চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের, ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, ফেনী সরকারী কলেজের প্রভাষক কামরুন নাহার বেগমসহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্টজন মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন- সদর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিনু।
বক্তারা বলেন- বর্তমান আওয়ামী লীগ সরকার নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা ও শিক্ষিত জাতি গড়তে কাজ করছে। তারা বলেন, পুরুষের পাশাপাশি নারীরা দেশের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, ও অর্থনীতি খাতে ব্যাপক উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে। শেখ হাসিনার সরকার নারীদের শিক্ষাগ্রহণে উৎসাহ দিতে অবৈতনিক শিক্ষা দান, একাডেমিক ভবন, আবাসিক ভবন নির্মাণ, বছরের প্রথম দিন বই বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা স্যানিটেশন ব্যবস্থা, মিড ডে মিল চালুসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। লেখাপড়ায় ও ফলাফলে দেখা যায়, ছেলেদের চেয়ে মেয়েরা দিন দিন এগিয়ে যাচ্ছে। নারীরা দুর্বল নয়, লেখাপড়া শিখে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখছে। তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও নারীদের অবদান ছিল সাফল্যজনক।
দিনব্যাপী কর্মশালায় ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী বান্ধব সরকার’ এর ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের ১০৮টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১৬জন, ১২ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৪জন ও উপজেলা আওয়ামী লীগের ৫০জন সদস্য কর্মশালায় অংশ নেন।
শেষে অংশগ্রহণকারীদের মাঝ থেকে কুইজ ও লটারিতে বিজয়ীদের মাঝে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









