আবু ইউসুফ মিন্টু :
ফেনীর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের বক্সমাহামুদ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি, ঔষধ, ফার্নিচার ও স্বর্ণ দোকানসহ প্রায় ১৭টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বক্সমাহমুদ বাজারে এঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান বক্সমাহমুদ বাজারের মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে কবির সওদাগরের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারাং মারমা জানান বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ সচিব মো আইয়ুব আলী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক প্রায় দেড়কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় বাজারের জিরো পয়েন্ট থেকে মসজিদ রোড় হয়ে ভিতরের বাজার পর্যন্ত ভয়াবহ অগ্নিকান্ডে মামুন মেম্বারের দোকান, বাহার ফার্মেসি, কালুর ধান দোকান, জসিম পাটোয়ারির দোকান, রতন ডাক্তারের ফার্মেসি, ছতু মিয়ার ফার্নিচার দোকান, কাদেরের মুদি দোকান, খায়েরের মুদি দোকান, তাপসের মুদি দোকান, রাজুর মুদি দোকান, কবির সওদাগরের মুদি দোকান, আদি নারায়নের স্বর্ণ দোকান, সুনিলের মুদি দোকান, রফিকের পান দোকান, অহিদ মাষ্টারের কাপড় দোকানসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস এর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ইউনিট এর দমকল বাহীনির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষনে সবকটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

কবির সওদাগর, মামুন সহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোররাতে সেহেরী খাবার খেতে উঠার পর নৈশপ্রহরীদের মাধ্যমে বাজারে আগুন লাগার খবর শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখান মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ আগুন জিরো পয়েন্ট থেকে মসজিদ রোডের সবকটি দোকান আগুন জ্বলছে। স্থানীয়রা আশপাশে কোন পুকুর না থাকায় আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হন। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকদের দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না বলে তারা জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়রীরা জানান, রমজান ইদ উপলক্ষে অনেকে ঋন করে লাখ লাখ টাকা পুঁজি দিয়ে নতুন মালামাল মজুদ করেছিলেন। কিন্তু ভয়াবহ অগ্নিকান্তে তাদের সকল স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের সব কিছু হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে ।
এদিকে সোমবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন সহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত জানান তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে প্রায় দেড়কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করতে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক ভাবে সহযোগিতা করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









