অজেয় বাংলা ডেস্ক :
তীব্র দাবদাহ মাঝারি দাবদাহে রূপ নিয়েছে। গত কয়েকদিনের চেয়ে আবহাওয়ার উত্তপ্ততা কিছুটা কমেছে। পাশাপাশি স্বস্তির বৃষ্টিরও আভাস মিলেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। ধেয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী ক্রান্তীয় সেমি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় ঝুমুল।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, রাতে রংপুরের দিকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেটে দিবাগত রাত বা সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে আসলে যেকোনো মুহূর্তেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। কড়া রোদের কারণে জলীয় বাষ্প মেঘে রূপ নিতে পারে। তবে ২৯ এপ্রিল থেকে ৫মে মাসের প্রথম সপ্তাহে হালকা থেকে মাঝারি কালবৈশাখী ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ধীরে ধীরে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পার।
সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, মংলা, চুয়াডাঙ্গা অঞ্চলে ৩৯ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব এলাকার অধিকাংশ স্থানে গত কয়েকদিনে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা বয়ে গেছে। এ হিসেবে বলা যায়, অনেকটাই কমেছে তাপমাত্রার তীব্রতা।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন