স্টাফ রিপোর্টার :
কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাড়ে তিন হাজার দু:স্থ-অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার, ৮ মে বিকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি এ কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকমের সভাপতিত্বে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
দেশের যেকোন দূর্যোগ মুহুর্তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। করোনা মোকাবেলায় সারাবিশ্বের রাষ্ট্রনায়কদের চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দুরদর্শিতা ও প্রজ্ঞায় দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই স্বাধীনতার পক্ষের সংগঠন ফেনীতেও নিজাম হাজারী এমপির নির্দেশে সদর উপজেলা আওয়ামী লীগ করোনা পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের মহৎ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা মনে করেন, করোনা মোকাবেলায় প্রাথমিক পর্যায়ে মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি নিষেধ পালন করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

কর্মসূচি উদ্বোধনকালে সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর যুবলীগ, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, নিজাম হাজারী এমপির নির্দেশে ট্রাংক রোডে সাড়ে তিন হাজার মানুষের মাঝে ইফতার ও প্রতিটি ইউনিয়নে ১৫ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য; ফেনীতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জন। এদিকে স্বাস্থ্যবিভাগের দেয়া তথ্যমতে ফেনীতে গতকাল পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে ৬জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশনে ও দাগনভূঞায় ৫জন রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া ৫৬০ জন হোম আইসোলোশনে চিকিৎসা নিচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









